Advertisement
Advertisement

Breaking News

বনগাঁয় মরফিন ভাইরাসের থাবা! গুজব ছড়ানোর অভিযোগে গোয়েন্দাদের জালে ৩

গুজব রুখতে অভিযানে নামলেন গোয়েন্দারা৷

4 Arrested from Bongaon for circulating fake message on social media
Published by: Kumaresh Halder
  • Posted:September 8, 2018 3:09 pm
  • Updated:September 8, 2018 3:09 pm  

অর্ণব আইচ ও সোমনাথ পাল: বনগাঁয় মরফিন ভাইরাসের থাবা! হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগে সীমান্ত শহর বনগাঁয় তিন জনকে গ্রেপ্তার করল সিআইডি ও বনগাঁ থানার পুলিশ৷ রাজ্য সরকারের নাম ভাঁড়িয়ে ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগ বৃহস্পতিবার সিআইডি ও উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি দল ঘটনার তদন্তে নামে৷ অভিযানে নেমে বনগাঁ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের তিন অ্যাডমিনকে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডির যৌথ তদন্তকারীদল৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ৷

এই সেই ভুয়ো মেসেজ, যা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

[কোচবিহারে ফের দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা]

সম্প্রতি, মাছ থেকে মরফিন ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে ‘বনগাঁ লোকাল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রাজ্য সরকারের নাম করে একটি ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগ পায় সিআইডি৷ গুজব রুখতে তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ৷ পরে শুক্রবার বিশেষ অভিযানে বনগাঁ থেকে অমিত দত্ত, অভি কুণ্ডু ও অভ্রজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়৷ ওই গ্রুপের আরও এক সদস্য সঞ্জীব বিশ্বাস ২০০ জনকে মেসেজটি ফরওয়ার্ড করেছিলেন বলে জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা৷ মেসেজের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সঞ্জীব বিশ্বাসকে আটক করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর৷

Advertisement

[৩ ঘণ্টা পর অবরোধ উঠল সোদপুরে, স্টেশন মাস্টার-সহ কর্মীদের শোকজ রেলের]

মাছ থেকে মরফিন ভাইরাস ছড়িয়ে পড়ছে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্ত শহর বনগাঁয়৷ ভুয়ো খবরের জেরে মাছ বাজারেও প্রভাব পড়তে থাকে৷ মাছ বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ তোলেন৷ তবে, ভুয়ো এই মেসেজ যে শুরু বনগাঁয় প্রভাব ফেলেছে তা নয়৷ একই সঙ্গে গুজব পৌঁছে গিয়েছে, বাঁকুড়া ও চুঁচুড়াতেও৷ ওই দুই জেলায় বিক্ষিপ্তভাবে প্রভাব ফেলেছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷

[একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য পুরুলিয়াতে]

এমনিতেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে জেলায় জেলায় ছড়িয়েছে মোমো আতঙ্ক৷ সঙ্গে ভুয়ো খবরে গণপিটুনির মতো গুরুতর অপরাধ ঠেকাতে আদা-জল খেয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা৷ এই পরিস্থিতিতে মাছে মরফিন ভাইরাস ছড়িয়ে দেওয়ার গুজব রুখতে অভিযানে নামেন গোয়েন্দারা৷ জানা গিয়েছে, ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement