সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উর্ধ্বমুখী বাংলার (Bengal) করোনা সংক্রমণের গ্রাফ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা বেশকিছুটা বেশি। বেড়েছে মৃত্যুও। এমন আবহে আশা জাগাচ্ছে বাংলার সুস্থতার হার। এদিন যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮.০২ শতাংশ।
সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যে সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো। পুজোর ঠিক আগে থেকেই ফের উর্ধ্বমুখী হয়েছে বাংলার করোনা সংক্রমণের গ্রাফ। প্রতিদিন গড়ে চার হাজার করোনা আক্রান্তের (COVID-19 Positive) হদিশ মিলছিল। বেড়েছিল মৃত্যুও। তবে দশমীর পর থেকে সংক্রমণের গতি সামান্য শ্লথ হয়। তবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের আশেপাশেই থাকছে। যার দরুন কেন্দ্রের তরফে মহারাষ্ট্র, কেরলের সঙ্গে বাংলাকেও পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতিতে বদল আনার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, একদিনে বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন। এদিন দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা (৮৯৪)। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৭৮)। ওদিকে উত্তরবঙ্গে শতাধিক করোনা আক্রান্ত হয়েছে দার্জিলিং (১১৯) ও মালদা (১০৮) জেলায়। শতাধিক সংক্রমিত হয়েছেন নদিয়াতেও। এদিনের হিসেব অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬৫ হাজার ৬৯২ জন।
তবে রাজ্যে সুস্থ হয়েও বাড়ি ফিরে গিয়েছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৪৫ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন। শতাংশের হিসেবে ৮৮.০২। রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯৪ জন।
বাংলার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুও। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ফের বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের। ফলে বাংলার করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭২৫ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.