Advertisement
Advertisement
Corona Virus

ফের বাংলায় একদিনে আক্রান্তের চেয়ে করোনাজয়ীর সংখ্যা বেশি, এখনও চিন্তায় রাখছে কলকাতা

চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও।

Bengali news: 3957 COVID positive found in Bengal within 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:November 2, 2020 8:30 pm
  • Updated:November 2, 2020 8:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার কথা ভেবে রাজ্যে লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দিয়েছ রাজ্য। এদিকে বাংলায় বেলাগাম করোনা (Corona Virus) সংক্রমণ। ফের একদিনে বাংলার করোনা সংক্রমিতের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। বাড়ছে মৃত্যুও। তবে এমন পরিস্থিতিতেও মনে সাহস জোগাচ্ছে দৈনিক কোভিডজয়ীর  সংখ্যা। সোমবারও বাংলায় (West Bengal) করোনা আক্রান্তের চেয়ে কোভিডজয়ীর সংখ্যা অনেকটাই বেশি। এ রাজ্যে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৫৯ শতাংশ। 

উৎসবের মরশুমের গোড়া থেকে রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ ফের উর্ধ্বমুখী। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা চার হাজারের আশেপাশেই  থাকছে। এদিনও তার ব্যতিক্রম হল না। সোমবার স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৫৭ জন। যা রবিবারের তুলনায় সামান্য কম। এদিনও সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (৮৮২)। এর সামান্য পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৭২)। রাজ্য প্রশাসনের ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তরের দার্জিলিং, কোচবিহারও। এ রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩ লক্ষ ৮১ হাজার ৬০৮ জন। 

Advertisement

[আরও পড়ুন : রাতারাতি ভাগ্যবদল! ৩০ টাকায় লটারি কেটে কোটি টাকার মালিক মূক ও বধির]

রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, এ দিন পর্যন্ত বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৫৭৬ জন। অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৭৫ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪ হাজার ৮৫ জন। যা এখনও পর্যন্ত এ রাজ্যে রেকর্ড। তবে চিন্তায় রাখছে করোনায় মৃত্যু। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৫৭ জন। 

রাজ্যে এখনও লোকাল ট্রেন চালু হয়নি, তবু দৈনিক গড়ে চার হাজার জন করোনা আক্রান্ত হচ্ছে। আগামী সপ্তাহ থেকে লোকাল ট্রেনের চাকা গড়ালে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন : কবে থেকে খুলবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়? সম্ভাব্য সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement