ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) রুখতে চলতি বছরের মার্চে স্তব্ধ করে দেওয়া হয়েছিল গোটা দেশ। একই পরিস্থিতি হয়েছিল বাংলার। পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজ্য। অফিস-কাছারি খুলেছে। রাস্তায় নেমেছে বাস-অটো-ক্যাব। আটমাস পর আগামিকাল থেকে চাকা গড়াবে ট্রেনের। কিন্তু এখনও দাপট দেখিয়ে চলেছে নোভেল করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টাতেও বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮০০-এর বেশি মানুষ। যদিও গতকালের তুলনায় অত্যন্ত সামান্য হলেও এদিন কমেছে সংক্রমণের হার।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলার ৩, ৮৯১ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। তাঁদের মধ্যে ৮৬৯ জনই কলকাতার। ফলে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ৮৪৪ জন। তৃতীয় স্থানে হুগলি। এছাড়াও কম বেশি প্রায় সব জেলা থেকেই হদিশ মিলেছে নতুন আক্রান্তের। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪, ১৩, ১১২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার ৫৩ জনের। তাঁদের মধ্যে ১৭ জনই উত্তর ২৪ পরগনার। সুতরাং মৃত্যুর নিরিখে প্রথম স্থানে এই জেলা। দ্বিতীয়ে কলকাতা। সেখানে একদিনে করোনার বলি হয়েছেন ১৫ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৪০৩। এসবের মাঝে আশার আলো উর্ধ্বমুখী সুস্থতার হার। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে হাসিমুখে ঘরে ফিরেছেন বাংলার ৪,৪১৫ জন। তাঁদের মধ্যে ৮১০ জনই কলকাতার।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪, ১১৭ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০, ০৩, ২০৪ জনের। রাজ্যের এই করোনা পরিস্থিতির মধ্যে লোকাল ট্রেন চালু হলে কী লাফিয়ে বাড়বে সংক্রমণ? আতঙ্কে রাজ্যবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.