Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

পুজো দেখতে বেরবেন? সাবধান! করোনা সংক্রমণে আজ রাজ্যে রেকর্ড

একদিনে কতজন সংক্রমিত হয়েছে জানেন?

Bengali news: 3865 COVID-19 positive within 24 hours in Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:October 17, 2020 8:15 pm
  • Updated:October 17, 2020 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই গতদিনের রেকর্ড ভেঙে যাচ্ছে রাজ্যে। শনিবার দৈনিক করোনা সংক্রমণের নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল বাংলা। পুজোর মুখে করোনা সংক্রমণের এই ঊর্ধ্বমুখী গ্রাফ নিসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে। 

এদিনের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, বাংলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। ফলে রাজ্যে মোট সংক্রমিতর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৫৩ জন। শনিবার দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৯২)। সামান্য পিছনে রয়েছে কলকাতা (৭৮৪)। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা-সহ একাধিক জেলা। পরিস্থিতি ভাল নয় উত্তরেরও। দার্জিলিং-এ একদিনে আক্রান্ত হয়েছে শতাধিক (১০৪)। জলপাইগুড়িতে একদিনে আক্রান্ত হয়েছে ১১৮ জন। তুলনামূলক স্বস্তি দিচ্ছে উত্তরের আরেক পর্যটনস্থল কালিম্পং। সেখানে একদিনে আক্রান্ত ১০ জন। 

Advertisement

[আরও পড়ুন : মর্মান্তিক! স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল সামশেরগঞ্জের ৫ পড়ুয়া]

সরকারি হিসেব অনুযায়ী, এদিনও মৃত্যু হয়েছে ৬১ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে সর্বাধিক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলায় ১৫ জনের মৃ্ত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৯২ জন। কিছুদিন আগে পর্যন্ত সংক্রমিতের তুলনায় রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেশি হচ্ছিল। কিন্তু এবার উদ্বেগ বাড়াচ্ছে সেই হারও। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার রাজ্যে সুস্থতার হার ৮৭.৬৬ শতাংশ। এদিন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজার ১৮৩ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৭৭ হাজার ৯৪০ জন। বাংলায় চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ১২১ জন। 

[আরও পড়ুন : ভুয়ো সংস্থা খুলে চাকরির টোপ, ফাঁদে পা দিয়ে প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার যুবক]

পুজোর মরশুমে রাজ্যের করোনা চিত্র যে উদ্বেগ বাড়াবে ত আগেভাগেই জানিয়ে রেখেছিল চিকিৎসক মহল। অনেকে দুর্গোৎসব বন্ধ রাখার আরজিও জানিয়েছিলেন। সেই আরজি শোনেনি কেউই। পুজো শুরুর আগেই রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ৪ হাজার ছুঁইছুঁই। পুজোর পর পরিস্থিতিটা কী হবে. ভেবেই আতঙ্কিত বিশেষজ্ঞ মহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement