Advertisement
Advertisement
corona Virus

পুজোর মুখে ফের বেলাগাম বাংলার করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হারও

সামান্য কমল মৃত্যু।

Corona Virus news in Bengali: 3612 more covid-19 positive in Bengal within 24 hours | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 11, 2020 8:17 pm
  • Updated:October 11, 2020 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো যত কাছে আসছে ততই ভয়ংকর হচ্ছে রাজ্যের করোনা চিত্র। রবিবারও ঊর্ধ্বমুখী রইল বাংলার দৈনিক সংক্রমণের গ্রাফ। সামান্য কমল মৃত্যু।  কমেছে সুস্থতার হারও। সবমিলিয়ে উৎসবের মরশুমে আমজনতার উপর করোনাতঙ্ক যে ক্রমশ জাঁকিয়ে বসছে, তা বলাইবাহুল্য। 

এদিন সন্ধেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। যা শনিবার চেয়ে বেশকিছুটা বেশি। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে এদিন রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৭৪)। এর পরেই রয়েছে কলকাতা (৭৫৭)। এছাড়াও চিন্তা বাড়াচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা। উত্তরের জেলাগুলির মধ্যে চিন্তা বাড়িয়েছে দার্জিলিং। সাত মাস ধরে বন্ধ থাকার পর পুজোর মুখে পর্যটকদের হাত ধরে ঘুড়ে দাঁড়ানোর কথা ভেবেছিল পাহাড়ি এই জেলাটি। কিন্তু করোনার কালো মেঘ ফের সেখানকার হোটেল ব্যবসায়ীদের চিন্তা বাড়াচ্ছে। এদিনের বুলেটিন অনুযায়ী, দার্জিলিংয়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৮৭ জন। জলপাইগুড়িতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। 

Advertisement

[আরও পড়ুন : ‘ঠিকাদারি করে ‘নেতাগিরি’ চলবে না’, তৃণমূল কর্মীদের কড়া বার্তা পুরুলিয়া জেলা সভাধিপতির]

প্রায় ২ লক্ষ ৯৫ হাজার করোনা সংক্রমিতের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন। চিকিৎসাধীন এখনও ৩০ হাজার ২৩৬ জন। এদিন গোটা রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ১১০ জন। তবে এদিন রাজ্যের সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৮৭.৮৪ শতাংশ।

এদিকে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনায় মৃত্যুর ছবিও। বুলেটিন বলছে, একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। যা শনিবারের তুলনায় সামান্য কম। এদিন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা (১৮)।  দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (১৬)। সব মিলিয়ে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২ জন। উৎসবের মরশুম নিয়ে বারবার সাবধান করেছেন চিকিৎসকরা। পুজোর পরের পরিস্থিতি নিয়ে আশঙ্কায় আছেন তাঁরা। তা যে একেবারে অমূলক নয়, তা গত চারদিনের বাংলার করোনা চিত্র প্রমাণ করে দিচ্ছে। 

[আরও পড়ুন : এক ঘণ্টার মধ্যে সরকারি প্রকল্পের ২ বার উদ্বোধন! ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement