Advertisement
Advertisement

Breaking News

Coronavirus Update

Coronavirus Update: সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ফের মৃত্যুহীন বাংলা

সামান্য বাড়ল অ্যাকটিভ কেস।

36 new Coronavirus cases recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 5, 2022 8:18 pm
  • Updated:May 5, 2022 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও বৃহস্পতিবার ফের বাড়ল দৈনিক সংক্রমণ। তবে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতাও। সবমিলিয়ে রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩৬ জন। যা বুধবারের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে বঙ্গে পজিটিভ  কেস ২০ লক্ষ ১৮ হাজার ৪৪১। ধারা বজায় রেখে আজও করোনা (COVID-19) এ রাজ্যের কারও প্রাণ কাড়েনি। তার ফলে ভাইরাসের থাবায় প্রাণহারার সংখ্যা অপরিবর্তিত। এখনও পর্যন্ত করোনা ভাইরাস মোট ২১ হাজার ২০২ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

Advertisement

মঙ্গলবারের তুলনায় বৃহস্পতিবার সুস্থতা কিছুটা বেশি। এদিন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৮২৬ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

[আরও পড়ুন: ‘মমতাদিদির অত্যাচার তো কম…’, শিলিগুড়িতে কীসের ইঙ্গিত দিলেন অমিত শাহ]

২০২০ সালে মার্চ মাস থেকে করোনার থাবায় কার্যত জবুথবু হয়ে গিয়েছিল গোটা দেশ। ব্যতিক্রম নয় গোটা বাংলা। ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্যে নানা বিধিনিষেধ জারি হয়। সেই সময় থেকেই সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৬ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা হয়। এখনও পর্যন্ত ২ কোটি ৫০ লক্ষ ৯১ হাজার ৮৭২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ।

টিকাকরণের উপরেও প্রথম থেকেই জোর দেওয়া হয়েছে। একদিনে ৩৭ হাজার ১১১ ডোজ ভ্যাকসিন জেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৬২ হাজার ১৭২টি। সংক্রমণের ধারা নিম্নমুখী হলেও সতর্কতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ তাঁদের।

[আরও পড়ুন: বিয়েবাড়িতে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, শূন্যে চলল গুলি, পালটা পথ অবরোধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement