সুব্রত বিশ্বাস: যাত্রীবাহী ট্রেনেই আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা। পাচারের সময় ট্রেন থেকে উদ্ধার হল ৩৫টি পিস্তল। দানাপুর-সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসের ডি-৫ কোচের থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে পূর্ব রেলের জামালপুরের আরপিএফ বাহিনী।
শনিবার সকাল ১০টা নাগাদ ট্রেনটি জামালপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সে সময় এই পিস্তলগুলি দু’টি ব্যাগে করে প্ল্যাটফর্মে নামানোর চেষ্টা করে এক ব্যক্তি। সে সময় টহলদার আরপিএফ দেখে গা ঢাকা দেয় পাচারকারী। ব্যাগ দু’টি সন্দেহজনকভাবে আটক করে তল্লাশির সময় তার ভিতর থেকে ৩৫টি পিস্তল পাওয়া যায়। পিস্তলগুলি সম্পূর্ণ থাকলেও সেগুলি খোলা অবস্থায় ছিল।
পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব বলেন, সন্দেহ করা হচ্ছে, “ঔরঙ্গাবাদ থেকে এই আগ্নেয়াস্ত্র মুঙ্গেরে নিয়ে যাওয়া হচ্ছিল। আরপিএফ পথেই তা আটক করলেও পাচারকারীরা গা ঢাকা দেয়।” ট্রেনে আগ্নেয়াস্ত্র পাচার আটকাতে আরপিএফকে আরও সক্রিয় হতে বলেছে পূর্ব রেলের আরপিএফের আইজি।
বিহারের মুঙ্গের এই ধরণের বেআইনি অস্ত্র তৈরির কারখানা কুটির শিল্পের মতো বলে পুলিশ জানিয়েছে। সেখানকার তৈরি আগ্নেয়াস্ত্র বিভিন্ন রাজ্যে পাঠানো হয় দুষ্কৃতীদের ব্যবহারের জন্য। সেখানে তৈরি আগ্নেয়াত্রগুলি চাহিদা রয়েছে। তাই ভিন রাজ্যে তৈরি পিস্তলও মুঙ্গেরে এনে ফিনিশিং টাচ দিয়ে তারপর বাজারজাত করা হয়। এবারও এই আটক আগ্নেয়াস্ত্রগুলিও ঔরঙ্গাবাদ থেকে বিভিন্ন পথ ঘুরে ট্রেনে মুঙ্গের আনা হচ্ছিল বলে মনে করে করেছে আরপিএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.