Advertisement
Advertisement
Corona Virus

উৎসবের মুখে ফের একদিনে রেকর্ড করোনা সংক্রমণ বাংলায়, চিন্তায় রাখছে মৃত্যুও

কোন জেলার কী পরিস্থিতি?

Bengali news: 3,370 COVID-19 positive found in Bengal within 24 hours | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 6, 2020 8:12 pm
  • Updated:October 6, 2020 8:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলকের পঞ্চম পর্বে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড বাংলায়। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার ৩৭০ জন। মৃত্যু হয়েছে ৬৩ জনের। এমন আতঙ্কের পরিস্থিতিতেও আশা জাগাচ্ছে সুস্থতার হার। বাংলায় করোনা জয়ীর হার প্রায় ৮৮ শতাংশ।

দেশজুড়ে আনলকের পঞ্চম পর্ব শুরু হয়েছে। আর ক’দিন পরেই বাংলায় (Bengal) উৎসবের মরশুম। করোনাতঙ্ককে সঙ্গী করেই ইতিমধ্যে উৎসবের ওম মাখছে আমজনতা। আর ঠিক এই সময় ফের চোখ রাঙাতে শুরু করছে মারণ ভাইরাস। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট সংক্রমিতের (COVID-19 Positive) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৪৯ জনে। যাদের মধ্যে ২৭ হাজার ৯৮৮ জন এখনও চিকিৎসাধীন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৪৩ হাজার ৭৪৩ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৩৬ জন। তবে প্রশাসনের মাথাব্যথা বাড়াচ্ছে কয়েকটি জেলা।

Advertisement

[আরও পড়ুন : রাজ্য বিদ্যুৎ পর্ষদের ‘দাদাগিরি’! বিল মেটানোর পরও বিচ্ছিন্ন সংযোগ, অভিযোগকারী শিক্ষককে ‘হুমকি’]

এদিন সর্বাধিক করোনা সংক্রমণের সাক্ষী রয়েছে কলকাতা। একদিনে মহানগরে আক্রান্ত হয়েছে ৭৪২ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগণা (৭১২), হুগলি (২১৯), দক্ষিণ ২৪ পরগণা (১৯৫) ও হাওড়া (১৬০)।  পর্যটনের মরশুমেও চিন্তা বাড়াচ্ছে উত্তরের জেলাগুলোও। পুজোর মুখে বহু মানুষই দার্জিলিঙ যাওয়ার পরিকল্পনা করছেন। গত ২৪ ঘণ্টায় সেই জেলার সংক্রমণের রেকর্ড দেখলে কপালে চিন্তার ভাঁজ গভীর হতে পারে। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। উত্তর জেলাগুলির মধ্যে সর্বাধিক। তথৈবচ অবস্থা জলপাইগুড়ি, কোচবিহারের। তুলনামূলক ভাল পরিস্থিতি কালিম্পংয়ের। 

[আরও পড়ুন : ‘মনীশ শুক্লাকে খুনের সুপারি দিয়েছে তৃণমূলের ২ চেয়ারম্যান’, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের]

এদিকে দৈনিক মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা (১৬)। এরপরে উত্তর ২৪ পরগণা (১৫)। এছাড়া দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমেও করোনায় মৃত্যু হয়েছে। সুস্থতার নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগণা (৬৫৭)। এরপরেই রয়েছে কলকাতা (৫৩০)। বাকি জেলাগুলির পরিস্থিতিও মন্দ নয়। 

উৎসবের মরশুমে করোনাকে অবহেলা করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই রাজ্যের তরফে করোনা পরীক্ষায় খামতি রাখা হচ্ছে না। একদিনে রাজ্যে ৪২ হাজার ৩৮২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement