সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) যুদ্ধে এগোচ্ছে বাংলা। নিম্নমুখী রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। কমছে মৃত্যুও। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। সবমিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউকে হারিয়ে সুস্থতার পথে হাঁটছে এ রাজ্য।
স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩হাজার ২৬৮ জন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। এদিকে একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে উঠেছেন ২ হাজার ৬৮ জন। ফলে এ রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। এর পরেই রয়েছে কলকাতা। মহানগরে ৩৭০ জন কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় শতাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। উত্তরের চিন্তা বাড়াচ্ছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুরি। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জন।
মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ লক্ষের বেশি হলেও রাজ্যের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অনেকটাই কম। এদিনের রিপোর্ট বলছে, বাংলায় অ্যাকটিভ কোভিড রোগীর ২০ হাজার ৪৫ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা ১ হাজার ১২৫ জন বেশি। এদিকে রাজ্যে করোনামুক্ত রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৮ জন। অর্থাৎ মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৩০ হাজার ৯৪৯ জন।
করোনা দ্বিতীয় ঢেউয়ে চিন্তা বাড়িয়েছিল মৃত্যুর সংখ্যা। চিকিৎসকদের হাতযশ এবং প্রশাসনের কঠোন নিয়মবিধির জেরে সেই সংখ্যাটাও কমানো গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। যাঁদের মধ্যে ২৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। কলকাতার ২১ জনের মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.