Advertisement
Advertisement

Breaking News

করোনা

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ৩১০০, উদ্বেগের মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

একদিনে প্রাণ হারিয়েছেন ৫৮ জন।

3074 people tested positive in last 24 hours in West Bengal

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 15, 2020 8:03 pm
  • Updated:August 15, 2020 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই রাজ্যে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা তিন হাজরের গণ্ডি পেরিয়েছিল। আজ স্বাধীনতা দিবসে সেই সংখ্যাটা আরও বাড়ল। শনিবার জানা গেল একদিনে আক্রান্ত প্রায় ৩১০০ মানুষ। পাল্লা দিয়ে করোনায় প্রাণও হারাচ্ছেন বহু রাজ্যবাসী। তবে এই উদ্বেগের মধ্যেও স্বস্তি হল সুস্থতার উর্ধ্বমুখী হার।

এদিন স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,০৩৫ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত ৬৭১ জন। ঠিক তার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সে জেলায় ৬৪২ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,১৩, ৪৩২ জন। বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে রাজ্যে ২৭,২১৯টি অ্যাকটিভ কেস।

Advertisement

[আরও পড়ুন: অলৌকিক ঘটনা? পাত্রসায়রে শ্মশানকালী মন্দিরের সাবমার্সিবল পাম্প থেকে বেরোচ্ছে ফুটন্ত জল!]

একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৫৮ জন। শুধু তিলোত্তমাতেই ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২১ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৩৭৭। তবে টেস্টিং, ট্র্যাকিং, ট্রেসিংয়ের মাধ্যমে রোগী চিহ্নিতকরণের কাজ চলছে। বেড়েছে টেস্টিংও। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪,২১৪টি। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২,৮২,৪৮৬টি।

তবে এই উদ্বেগের মধ্যেও সুস্থতার ঊর্ধ্বমুখী গ্রাফ সামান্য হলেও স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। একদিনে করোনাকে জয় করেছেন ২৬৪৭ জন। বাংলায় এখনও পর্যন্ত ৮৩ হাজার ৮৩৬ জন এই মারণ ভাইরাসকে হারাতে সফল হয়েছেন। বিভিন্ন বয়সের মানুষ এই লড়াইয়ে জিতে আশার আলো দেখাচ্ছেন। মহামারীর মধ্যেও মনে করিয়ে দিচ্ছেন, মনের জোর থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে রাজ্যে মোট সংক্রমণ এক লক্ষ ১০ হাজারের গণ্ডি পার হয়ে যাওয়া চিন্তায় ফেলছে সাধারণকে। স্বাভাবিক জীবনে ফেরা যে কঠিন, তা আরও স্পষ্ট হচ্ছে ক্রমেই।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বসিরহাটে নুসরত, জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার ঘোষণা সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement