Advertisement
Advertisement
করোনা

রাজ্যে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ হাজারেরও বেশি, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যাও

সুস্থতার হার ৭৩. ৭৫ শতাংশ।

3035 moe people COVID-19 tested positive in west bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 14, 2020 8:46 pm
  • Updated:August 14, 2020 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই যেন বাগে আসছে না অদৃশ্য ভাইরাস। হু হু বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ বাংলায়। নতুন করে আক্রান্ত হয়েছেন এরাজ্যের তিন হাজারেরও বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। যাদের মধ্যে শুধুমাত্র কলকাতারই ৬১৫ জন। একইভাবে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে করোনার বলি হয়েছেন রাজ্য ৬০ জন। স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে আতঙ্ক বেড়েই চলেছে। 

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,০৩৫ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১ লক্ষ ১০ হাজারের গণ্ডি। বর্তমানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,১০, ৩৫৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬,৩৫০। গত একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৬০ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩১৯। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টেস্টের সংখ্যাও। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩১, ৩১৭ জনের। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২, ৪৮, ২৭২ জনের।  

Advertisement

[আরও পড়ুন: স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে একজোট, যৌথ মিছিলে বিজেপি-তৃণমূল-সিপিএম-কংগ্রেস]

তবে এদিনের পরিসংখ্যান সামান্য হলেও স্বস্তি দিয়েছে তিলোত্তমাবাসীকে। অল্প হলেও কমেছে আক্রান্তের সংখ্যা। যদিও এখনও দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানেই রয়েছে কলকাতা। ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৫ জন। শুধু কলকাতায় আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৩১ হাজারের গণ্ডি।  দ্বিতীয়স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ৬০৬ জন। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ২৫৪ জন। চতুর্থ স্থানে রয়েছে হাওড়া, সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ২১৮ জন। এছাড়াও কমবেশি প্রায় সব জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন বহু মানুষ। তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০ জন। সেখানে মোট বেডের সংখ্যা ১১, ৫০৭।  

[আরও পড়ুন: ‘অনুব্রত মাফিয়া, বোমের রাজনীতি করেন’, বর্ধমান থেকে তোপ রাজু বন্দ্যোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement