সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আমেজে খানিকটা হলেও স্বস্তি পেল বীরভূমের কাংলাপাহাড়ি গ্রামের ৩০০ হিন্দু পরিবার৷ আপাতত শর্তসাপেক্ষভাবে দুর্গাপুজো করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট৷ খোলা জায়গায় নয়, কারও বাড়িতে পুজো করতে হবে, বুধবার এই কথা জানিয়ে দিল বিচারপতি গিরীশ গুপ্ত ও অরিন্দম সিনহার ডিভিশন বেঞ্চ৷
গত তিন বছর যাবৎ বেশ কিছু মুসলিম পরিবারের আপত্তিতে পুজো বন্ধ ছিল বীরভূমের এই কাংলাপাহাড়ি গ্রামে৷ বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কাছে রামপুরহাট সাবডিভিশনের এই গ্রামে অঙ্কের হিসেবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই৷ অথচ গত তিন বছর ধরে দুর্গাপুজোই করে উঠতে পারেননি না তাঁরা৷ ২৫টি মুসলিম পরিবার স্থানীয় দুর্গা পুজোয় ক্রমাগত বাধা দিয়ে আসছে৷ আর তাঁদের আপত্তির জেরে এ গ্রামে মায়ের আসা বন্ধ ছিল৷
কিন্তু কেন নিজেদের ধর্মাচরণে বাধা পাচ্ছে প্রায় ৩০০ পরিবার? স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দোরে দোরে ঘুরে আগেও কোনও সুরাহা হয়নি৷ থানা-পুলিশ থেকে শুরু করে বিডিও, এসডিওর কাছেও আর্জি জানানো হয়েছিল৷ কিন্তু ফলাফল সেই শূন্যই ছিল৷ অবশেষে কাংলাপাহাড়ির দুর্গামন্দির কমিটির পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে মামলা করেন চন্দন সাউ৷
সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে সেই মামলার শুনানি হয়৷ তিনি বলেন, ক’দিন পরই পুজো, এই অল্প সময়ে পুজোর অনুমতি দেওয়া যাবে না৷ তাঁদের আগামী বছর আসতে বলা হয়৷ এই নির্দেশে সন্তুষ্ট না হয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন চন্দন সাউ৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অন্তর্বতী রায়ে শর্তসাপেক্ষ পুজোর অনুমতি দেওয়া হয়৷ পুজোর ছুটির পর ফের বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলাটি উঠবে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.