শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: ভুয়ো নিয়োগপত্র হাতে নিয়ে সোমবার সকালে শিলিগুড়িতে দমকলকেন্দ্রে কাজে যোগ দিতে এসেছিল দুই যুবক। কিন্তু শেষরক্ষা হল না। দমকল আধিকারিকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে গেল তারা। দুইজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজয় কুমার ঘোষ ও নারায়ণ ঠাকুর। বিজয়ের বাড়ি উত্তর দিনাজপুরের সুভাষগঞ্জে আর শিলিগুড়ির লাগোয়া ফাঁসিদেওয়ার এলাকার বাসিন্দা নারায়ণ। সোমবার সকালে শিলিগুড়িতে দমকলের উত্তরবঙ্গ ডিভিশনের সদর দপ্তরের হাজির হয় ওই দু’জন। ডিভিশনাল ফায়ার অফিসার আশিস পুতাতুণ্ডা জানিয়েছেন, জলপাইগুড়িতে ফায়ার সেফটি অফিসার হিসেবে কাজ যোগ দিতে এসেছিল বিজয় ও নারায়ণ। তাঁকে নিয়োগপত্রও দেখিয়েছিল ওই দুই যুবক। কিন্তু নিয়োগপত্র দেখে সন্দেহ হওয়ায় দমকলের ডিআইজি জগমোহনকে ফোন করেন তিনি। ডিআইজির নির্দেশ মতো নিয়োগপত্রের ছবি তুলে তাঁকে পাঠান শিলিগুড়ি দমকলকেন্দ্রের ডিভিশনাল ফায়ার অফিসার আশিস পুতাতুণ্ডা। ছবি দেখে ডিআইজি জানিয়ে দেন, ওই নিয়োগপত্রটি ভুয়ো। বিজয় ও নারায়ণকে কথায় ব্যস্ত রেখে থানায় খবর দেন শিলিগুড়ি দমকলকেন্দ্রের ডিভিশনাল অফিসার।
জানা গিয়েছে, বিজয় ও নারায়ণকে শিলিগুড়ি দমকলকেন্দ্র নিয়ে এসেছিল গৌতম মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তার বাড়ি শিলিগুড়ি শহরের লেকটাউন এলাকায়। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্ত দমকলে ভুয়ো নিয়োগপত্র কোথা থেকে পেল অভিযুক্তেরা? তদন্তকারী জানিয়েছেন, মালদহের বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ওই ভুয়ো নিয়োগপত্র পায় অভিযুক্ত বিজয় কুমার ঘোষ ও নারায়ণ ঠাকুর। ভুয়ো নিয়োগপত্রের জন্য ৩০ হাজার টাকা নিয়েছিল ওই ব্যক্তি। তবে তদন্তে স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.