Advertisement
Advertisement

মা-বাবার চোখের সামনেই রিক্সা থেকে নর্দমায় পড়ে মৃত্যু একরত্তি মেয়ের

পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন।

3-year-old child dies after falling from rickshaw in Asansol
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2017 6:56 am
  • Updated:September 11, 2017 6:56 am  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: সোমবার সকালে উদ্ধার হল হাইড্রেনে তলিয়ে যাওয়া শিশুকন্যা আশিকনাজের মৃতদেহ। রাতভর তল্লাশি চালিয়ে অবশেষে আসানসোল ডিআরএম অফিসের সামনে হাইড্রেনে পাওয়া যায় নিখোঁজ শিশুর দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যান আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি।

[আড়াই হাজারের বাছুর এখন ৭৫ লাখ, আবদুলের বাড়িতে মেলা লোক]

Advertisement

রবিবার অসুরিক্ষত হাই ড্রেনে তলিয়ে যায় তিন বছরের ওই শিশুকন্যা।  আসানসোল রেলপারের বাসিন্দা মহম্মদ আলমগির  স্ত্রী ও শিশু কন্যা আশিকনাজকে নিয়ে রিক্সা করে যাচ্ছিলেন। আসানসোলের ৪৮ নম্বর ওয়ার্ডের হটন রোডে ঘিঞ্জি রাস্তায় আলমগিরের পরিবার-সহ রিক্সাটি উলটে পড়ে যায় হাই ড্রেনে। একটি ম্যারেজ হলের সামনে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করলেও জলের স্রোতে ভেসে যায় শিশুটি। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের কেউ কেউ ড্রেনে নেমে খোজাখুঁজি শুরু করেন। কিন্তু শিশুটির খোঁজ মেলেনি রাত পর্যন্ত। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকলবাহিনী নর্দমায় নেমে তল্লাশি করলেও উদ্ধার করা যায়নি শিশুটিকে।

[নারদ তদন্তে ইডির মুখোমুখি শুভেন্দু, সিবিআইয়ের জেরায় মুকুল]

এই ঘটনায় পুরপ্রশাসনের গাফিলতির প্রতিবাদে রাতে হটন রোড অবরোধ করেন এলাকার বাসিন্দার। স্থানীয় কংগ্রেস নেতা শাহ আলমের বক্তব্য, রাস্তার ভগ্ন দশা ও হাইড্রেনে ঢাকনার দাবি দীর্ঘদিন করে আসছেন স্থানীয়রা। তারপরও প্রশাসনের হুঁশ নেই। স্থানীয়দের অভিযোগ পুরনিগম উপযুক্ত ব্যবস্থা না নেওয়াতেই এই বিপত্তি ঘটল। যদিও পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির দাবি আসানসোল বাজার এলাকায় ওই ড্রেন অনেক পুরাতন ও অপরিকল্পিত। ওখানে কভার করা হলে হিতে বিপরীত হতে পারে। একটু বৃষ্টি হলেই বাজার ভেসে যাবে। এধরনের ঘটনা আটকাতে বিকল্প পরিকল্পনা করছে পুরনিগম।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement