Advertisement
Advertisement

গ্রামে পরপর মৃত্যু, সালিশি সভা ডেকে ৩ মহিলাকে ডাইনি ঘোষণা

কুসংস্কারের আঁধার!

3 tribal ladies are annouced daini in a village of South Dinajpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2018 9:39 am
  • Updated:February 4, 2018 9:39 am  

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর:  দেশ যখন ডিজিটাল হওয়ার দিকে এগোচ্ছে, তখন রীতিমতো সালিশি সভা ডেকে ৩ জন আদিবাসী মহিলাকে ডাইনি বলে ঘোষণা করে দিলেন গ্রামের মাতব্বররা। এমনকী, ওই ৩ জনকে ডাইনি প্রতিপন্ন করতে গুণিণের কাছেও নিয়ে যাওয়া হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। খবর পেয়ে গ্রামে পৌছয় বালুরঘাট থানার পুলিশ। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা চলছে।

[ঘুম ভাঙতেই উধাও সোনা-নগদ! মাদক খাইয়ে সর্বস্ব লুট করে বেপাত্তা পরিচারিকা]

Advertisement

বালুরঘাট থানার অন্তর্গত আসুইর গ্রাম। এই গ্রামে বেশ কয়েক ঘর আদিবাসী পরিবারের বাস। গত ১ ফ্রেরুয়ারি সেখানে সালিশি সভার আয়োজন করেন গ্রামের মাতব্বররা। অভিযোগ, সেই সভায় সাঞ্জুলি সোরেন, পাওলা মুর্মু ও দুলালী সোরেন নামে ৩ জন আদিবাসী মহিলাকে ডাইনি বলে ঘোষণা করা হয়। এমনকী, নিজের জমি বন্ধক রেখে ২০ হাজার টাকাও জোগাড় করে ফেলেন সুনিরাম সোরেন নামে এক ব্যক্তি। সেই টাকায় ওই ৩ জন আদিবাসীকে মহিলাকে ডাইনি প্রতিপন্ন করতে গুণিণের বাড়িতেও নিয়ে যাওয়া হয়। কিন্তু, হঠাৎ করে কেন গ্রামের মাতব্বরদের রোষের মুখে পড়লেন তাঁরা?  গ্রামবাসীদের দাবি, গত ২৮ ও ২৯ জানুয়ারি আসুইর গ্রামে ২ জনের মৃত্যু হয়। এই ঘটনা বিচার করতেই গ্রামে সালিশি সভা বসানো হয়েছিল। সালিশি সভার নিদান মেনে ওই ৩টি পরিবারকে একঘরে করে দিয়েছেন গ্রামবাসীরা। ডাইনি অপবাদ দেওয়া সাঞ্জুলি সোরেনের ছেলে সীমান্ত কিস্কু জানান,  গ্রামে দু’জন পরপর মারা যাওয়ায় তাঁর মা-সহ আরও দু’জনকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার খবর পেয়ে শনিবার আসুইর গ্রামে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। ঠিক হয়েছে, কুসংস্কার দূর করতে আগামী কয়েক দিন ওই এলাকায় সচেতনতা শিবির করা হবে।

[জঙ্গলমহলে কিসের পায়ের ছাপ? এখনও মিলল না উত্তর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement