মাইথনে স্নান করতে নেমে ডুবে মৃত ৩ ছাত্র। নিজস্ব চিত্র।
শেখর চন্দ্র, আসানসোল: জন্মদিন পালন করতে এসে মাইথন ড্যামের বরাকর নদে ডুবে মৃত্যু হল তিনজনের। বৃহস্পতিবার দুজনের দেহ উদ্ধার হয়েছে। আরেকজন এখনও নিখোঁজ। এখনও তল্লাশি অভিযান চলছে।
বুধবার বিকেলে ধানবাদ থেকে ছয় ছাত্র মাইথন বাঁধ ‘সংলগ্ন বরাকর নদে পিকনিক করতে আসে। বড়-বড় পাথর আর গভীর জল রয়েছে ‘তিনডাবর’ নামক ওই পিকনিক স্পটে। পাথরের নিচে বড় বড় গর্তও রয়েছে। এলাকাটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার আওতায় মাইথন থানার অন্তর্গত। এই এলাকায় সাধারণত কেউ আসে না। ওই পড়ুয়ারা এ কথা জানত না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাই সেখানে তারা স্নান করতে নামে। তার পর তিনজন আর উঠে আসেনি।
রাতে খবর যা প্রশাসনের কাছে। নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতভর তল্লাশির পর দুজনের দেহ উদ্ধার হয়। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। ডুবে যাওয়া পড়ুয়ারা হল তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। বাড়ি ধানবাদ জেলার ওয়াসেপুরে। মাইথন প্রশাসন এবং স্থানীয়রা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে কীভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে ছাত্ররা তিনডাবর এলাকায় পৌঁছে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.