প্রতীকী ছবি।
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ‘জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর’ স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন এখন বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। জীবে প্রেম তো দূরের কথা, অবলা পশুদের প্রাণ নিতে রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বনগাঁর দীনবন্ধু নগর এলাকায়।
অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার সমস্ত পথ কুকুরকে খাইয়ে দেয়। সেই বিষ মাখানো খাবার খেয়ে তিনটি সারমেয় মারা যায়। অসুস্থ হয় বেশ কয়েকটি। সকালে এলাকার বাসিন্দা সুস্মিতা রায় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তাঁর বাড়ির সামনে তিনটি সারমেয়র দেহ পড়ে থাকতে দেখেন। এবং বেশ কয়েকটি সারমেয়কে অসুস্থ হয়ে বমি করতে দেখে অনুমান করেন তাদেরকে বিষ দেওয়া হয়েছে।
এর পর পশু চিকিৎসকে খবর দেন সুস্মিতা দেবী। অসুস্থ সারমেয়গুলির চিকিৎসা চলছে। এই ঘটনাই সুস্মিতা দেবী বিষয়টি বনগাঁ পশুপ্রেমী সংগঠনকে জানালে, তারাই উদ্যোগ নিয়ে এলাকার বিষ খাবার খাওয়া অসুস্থ সারমেয়দের চিকিৎসা করে। শুধু এখানেই থেমে থাকেননি সুস্মিতা দেবী। বিচার চেয়ে বনগাঁ থানার দারস্থ হন তিনি। দোষীদের শাস্তির দাবিতে থানাতে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুস্মিতা রায় জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। তখন সময় মতো জানতে পেরেছিলাম তাই এলাকার সারমেয়গুলিকে বাঁচানো গিয়েছিল। এবার আর সে সময় পাওয়া গেল না। কেউ বা কারা এই ঘটনা অসৎ উদ্দেশ্য নিয়ে ঘটিয়েছে বলে অনুমান তাঁর। এ বিষয়ে বনগাঁর সংগঠনের সদস্য তন্ময় দাস বলেন, “যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.