সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেকের জন্য ছুটি৷ কোথাও বেড়াতে চাইলে, অনেকের মাথাতেই আসে দার্জিলিংয়ের নাম৷ তিনটি পাতা একটি কুঁড়ির বাগান, চতুর্দিকে আঁকাবাঁকা রাস্তা, স্মৃতি বিজড়িত টয় ট্রেন, চড়াই-উতরাই পেরিয়ে একান্তে এগিয়ে চলতে চাওয়ার পারফেক্ট ডেস্টিনেশন দার্জিলিং৷ পাহাড়কে ঢেলে সাজাতে ইতিমধ্যেই নানা পরিকল্পনাও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৈরি হয়েছে বেঙ্গল সাফারি পার্ক৷
শিলিগুড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে সেবক রোডে অবস্থিত সাফারি পার্ক৷ শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি এলাকার প্রায় সাতশো একর জমির উপর তৈরি সাফারি পার্ক৷ এই প্রথম কোনও সাফারি পার্ক উপহার পায় উত্তরবঙ্গ৷ বছর তিনেক আগেই শুরু হয় সাফারি পার্ক৷ শাল গাছ দিয়ে ধীরে ধীরে জনপ্রিয়তাও পেয়েছে এই পার্ক৷ সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে এই পার্ক৷ বাঘ, হরিণ, হাতি কী নেই এই সাফারি পার্কে৷ বহু প্রকৃতিপ্রেমী মানুষই ভিড় জমান এই সাফারি পার্কে৷
এবার এই সাফারি পার্কেই বাড়তে চলেছে সদস্য সংখ্যা৷ অতিথি হিসাবে সাফারি পার্কে হাজির আরও তিনটি চিতাবাঘের ছানা৷ দুটি ছানাকে সুকনা ও একটি চিতাবাঘের ছানাকে বৈকুন্ঠপুর থেকে উদ্ধার করেন বনকর্মীরা৷ মা না থাকায় আপাতত সাফারি পার্কের কর্মীদের তত্ত্বাবধানে দিব্যি বেড়ে উঠছে তিনজনে৷ মাত্র এক-দেড় মাস বয়সী চিতা বাঘের ছানাগুলিই এখন প্রায় ব্যস্ত করে রেখেছে সাফারি পার্কের কর্মীদের৷ খাঁচার ভিতর নিজেদের মধ্যে কখনও খাওয়া দাওয়া করছে আবার কখনও বা খেলায় মগ্ন তিনজনে৷
সাফারি পার্কের কর্মী আদিত্য মিত্র বলেন, ‘‘আপাতত তিনটি ছানারই সবসময় শারীরিক পরীক্ষা করা হচ্ছে৷ সুকনা থেকে নিয়ে আসা চিতাবাঘের ছানাটিকে সেদ্ধ মাংস ও অন্যান্য সুপ খাওয়ানো হচ্ছে৷ সেদ্ধ মাংস ও দুধ খাওয়ানো হচ্ছে বৈকুন্ঠপুর থেকে আনা চিতাবাঘের ছানাটিকে৷ তিনটি ছানাকে একটি খাঁচায় রাখা হবে কয়েকদিন৷ কয়েকমাস পরেই অন্য বাঘের সঙ্গে খাঁচায় ছেড়ে দেওয়া হবে তাদের৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.