সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস ও লরির মুখোমুখি ধাক্কায় হাওড়ার পাঁচলায় প্রাণ গিয়েছে তিনজনের। দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।
বুধবার সন্ধে ৬টা নাগাদ করুণাময়ী-মুচিঘাটা রুটের একটি যাত্রীবাহী বাস কমপক্ষে ৮০ জনের বেশি যাত্রী নিয়ে মুচিঘাটা যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি দশ চাকার লরি। ধুলোর বাঁধের কাছে হঠাৎই লরি ও যাত্রীবাহী বাসটির সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। কয়েক পলকের মধ্যেই বাসের কেবিনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ও বাসের ডান দিকের অংশ বাস থেকে ছেড়ে রাস্তার উপরে পড়ে যায়। রাস্তার পাশে থাকা লোকেরা দ্রুত ছুটে আসেন। তারা আহতদের টোটোয় চাপিয়ে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে জানান। ১৭ জনকে ভরতি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতা স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
এই দুর্ঘটনার পর টুইটে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দেন। তাঁদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।
GoWB will provide Rs. 2 lakh to the families of the deceased and are extending all assistance possible to those injured. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2022
দুর্ঘটনার পর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া। বাস ও লরিচালক এবং যাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের দেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.