স্টাফ রিপোর্টার: শিশু পাচার চক্রের জাল ছিড়তে এবার রাজ্যের সব জেলায় পুরোদমে ঝাঁপিয়ে পড়ল প্রশাসন৷ শুক্রবার সুন্দরবনের বাসন্তীতে তিনটি বেআইনি নার্সিংহোমে তালা ঝোলাল পুলিশ ও স্বাস্থ্য দফতর৷ এই নার্সিংহোমগুলির যেমন পরিকাঠামো নেই তেমনই কোনও আইনি অনুমোদনও নেই৷ সর্বোপরি এই নার্সিংহোমগুলিতে শিশু জন্ম ও মৃত্যুর ঘটনা ঘটলে তারও কোনও রেকর্ড রাখা হচ্ছে না৷ বস্তুত এই কারণে এদিন ক্যানিংয়ের মহকুমা শাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এসে তিনটি নার্সিংহোম সিল করে দেন৷ অভিযুক্ত নার্সিংহোমগুলি হল– বাসন্তী নার্সিংহোম, ডি ভট্টাচার্য নার্সিংহোম, হৃষীকেশ নার্সিংহোম৷ এই নার্সিংহোমগুলির সঙ্গে যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যুক্ত রয়েছে, তাদের যেমন জেরা করা হবে, তেমনই অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মহকুমা শাসক৷
শিশুপাচার নিয়ে গোটা রাজ্যেই নার্সিংহোম এবং অনাথ শিশুদের প্রতিপালন করা হোমগুলিতে বিশেষ নজরদারির জন্য রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সব জেলার সমস্ত হোম, বৃদ্ধাবাস ও শিশুদের কাজে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলিতে তল্লাশি চালাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেইমতো জেলায় জেলায় তল্লাশি শুরু হয়ে গিয়েছে৷
নার্সিংহোম ও স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে শিশু বিক্রির এক বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছিল৷ সেই চক্র ফাঁস করে সিআইডি৷ খাস কলকাতাতেও মিলেছে এই চক্রের যোগ৷ এই চক্র সব থেকে বেশি সক্রিয় ছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়৷ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সরেজমিনে পরিদর্শনে গিয়ে একটি বেআইনি নার্সিংহোমকে সিল করে দিয়েছে৷ এছাড়াও কাগজপত্র নেই এমন ১৮টি বেসরকারি হোমকেও শো-কজ করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.