জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মুম্বইয়ে নবনির্মিত ১৬তলা বিল্ডিং থেকে পড়ে বনগাঁর তিন শ্রমিকের মৃত্যু। পেটের টানে নির্মাণ কাজের সূত্রে আরব সাগরের পাড়ের রাজ্যে গিয়েছিলেন তাঁরা। সেখানেই কার্নিশ ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় বনগাঁর গ্রামের শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন যুবকের নাম পীযূষ হালদার (৪২), শংকর বৈধ (২৬) ও মনোরঞ্জন সমাদ্দার (৪৫)। পরিবারের অভিযোগ, গ্রামে কাজ নেই। তাই সংসার চালানোর তাগিদে ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিন শ্রমিকের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ সীতানাথপুর এলাকায় শোকের ছায়া নেমেছে।
জানা গিয়েছে, বরিভেলিতে কাজে গিয়েছিলেন ওই তিনজন। কাজের সময় বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে ১৬তলা থেকে পড়ে মৃত্যু হয় তাদের। পরিবারের লোকেরা জানিয়েছে, দোলের আগে তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফিরল নিথর দেহ। মৃত পীযূষের ৫ বছরের ছেলে রয়েছে। মনোরঞ্জনের ছেলে নবম শ্রেণির ছাত্র। পাপাই বৈদ্য বিয়ে করেননি। পরিবারের বক্তব্য, এ রাজ্যে কাজ থাকলে হয়তো আর ভিন্ন রাজ্যে যেতে হতো না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.