Advertisement
Advertisement

Breaking News

নকল চুরির গল্প ফেঁদে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার মোবাইল সংস্থার কর্মী

সিসিটিভিই ধরিয়ে দিল চোর।

3 men allegedly theft three mobiles in Bangaon
Published by: Shammi Ara Huda
  • Posted:November 3, 2018 8:44 pm
  • Updated:November 3, 2018 9:04 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  মোবাইল চুরির ভুয়ো গল্প ফেঁদে পুলিশের জালে ধরা পড়ল খোদ অভিযোগকারীই। ধৃতের নাম রিন্টু প্রামাণিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ধৃত রিন্টু প্রামাণিক এক মোবাইল পরিষেবা সংস্থার কর্মী। বনগাঁতেই রয়েছে মোবাইল পরিষেবা সংস্থার শাখা অফিস। সেখানকার কর্মী রিন্টু কোনও কারণে সংস্থার কাছে লেনদেন বার্ষিক হিসেব দিতে পারেনি। হিসাবে বডসড় গোলমাল করে ফেলে সে। চুরি ঢাকতে গিয়ে ফের চুরি করতেই সোজা শ্রীঘরে ঠাঁই হল রিন্টুর। এদিকে তাকে সাহায্য করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল আরও দু’জন।

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই সংশ্লিষ্ট মোবাইল পরিষেবা সংস্থার বারাসত অফিস থেকে বনগাঁ সেন্টারের লেনদেনের হিসেব চেয়ে পাঠানো হয়। সংস্থার কর্মী রিন্টু প্রামাণিক ও সহকর্মী রবীন্দ্রনাথ ঘোষ পড়ে যায় বিপদে। কেননা এর আগেই সংস্থার আয়ের একটা বড় অংশ তারা আত্মসাৎ করে ফেলেছে বলে অভিযোগ। যার ফলেই তিন লক্ষ টাকার হিসেব মেলাতে পারছিল না তারা। এদিকে এত বড় মাপের চুরি সামনে এলে চাকরি খোয়াতে হতে পারে। এই আতঙ্কে চুরির বিষয়টি গোপনের চেষ্টা করে তারা। অভিযোগ, এক অপরাধ ঢাকতে দিয়ে সংস্থার তিনটি দামি মোবাইল চুরি করে বসে রিন্টু ও রবীন্দ্রনাথ। যেগুলির বাজার মূল্য ৯৮ হাজার ২৭ হাজার ও ৫৮ হাজার টাকা। এই তিনটি মোবাইল চোরা বাজারে বিক্রি করে যে টাকা আসে তাই দিয়ে হিসেবও একপ্রকার মিলিয়ে ফেলেছিল। তবে বাদ সাধে নজরদারি ক্যামেরা। মোবাইল সরিয়ে নেওয়ার পর ফাঁকা প্যাকেটগুলি শাখা অফিসেই ছিল। সেগুলি বারাসতে সংস্থার প্রধান অফিসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি প্যাকেট ভালভাবে প্যাক করে সিল আটকে কুরিয়ার সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়। কুরিয়ার মারফৎ প্যাকেট গিয়ে পৌঁছায় বারাসতের অফিসে। প্যাকেট খুলতেই আধিকারিকরা দেখেন তা ফাঁকা। বনগাঁর দুই কর্মীকে বিষয়টি জানানো হয়। তার উত্তরে রিন্টু ও রবীন্দ্রনাথের সাফাই ছিল, কুরিয়ার সংস্থার লোকজনই কোনও দুষ্কর্ম করেছে। এরপর রিন্টু প্রামাণিক নিজে বনগাঁ থানায় গিয়ে মোবাইল চুরির অভিযোগ করেন।

Advertisement

[প্রশাসনিক তৎপরতা শুরু হলেও দাড়িভিট হাই স্কুল খোলা নিয়ে জারি অচলাবস্থা]

এদিকে কর্মীদের সাফাইয়ের পরেও সংস্থার আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা বনগাঁ শাখা অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সংস্থার নিয়ম হল, অফিস থেকে কোনও মোবাইল ফোন বিক্রি হলে নজরদারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে মোবাইলের মোড়ক খোলা হবে। উল্লেখিত তিনটি মোবাইলের প্যাকেটও দুই কর্মী সিসিটিভির সামনে দাঁড়িয়ে খোলে। তবে তাদের পিঠ ছিল ক্যামেরার দিকে। কর্মীরা ক্যামেরাকে পিছনে রেখে কেন মোবাইলের প্যাকেট খুলল, তানিয়েই সন্দেহ দানা বাঁধে। বারাসত থেকেই বনগাঁ থানাকে বিষয়টি জানানো হয়। এরপরেই রিন্টু প্রামাণিক ও রবীন্দ্রনাথ ঘোষকে থানায় ডেকে পাঠিয়ে জেরা শুরু হয়। লাগাতার জেরার মুখে ভেঙে পড়ে দুই কর্মী। নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী জয়তু মল্লিকের নাম করে। এই ব্যবসায়ীর সহযোগিতাতেই মোবাইল তিনটি বিক্রি করেছে তারা। তারপর সেই টাকাতে হিসেব মিলিয়ে নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছে। এরপরই রিন্টু ও রবীন্দ্রনাথকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

[বেহাল রাস্তার জেরে কিশোরের মৃত্যু, ভাঙচুর-অবরোধে রণক্ষেত্র পালিতপুর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement