Advertisement
Advertisement

দার্জিলিংয়ে ২ লক্ষ টাকা মূল্যের সোনা-সহ গ্রেপ্তার ৩

চুরির সোনা ভাগাভাগির সময়েই হাতেনাতে ধরা পড়ে যায় তিন চোর।

3 Gold smugglers held in Darjeeling
Published by: Shammi Ara Huda
  • Posted:August 16, 2018 6:18 pm
  • Updated:August 16, 2018 6:18 pm

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়িঅভিযানে নেমে দু’লক্ষ টাকা মূল্যের সোনা-সহ তিন চোরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে বুধবার রাতে চুরি যাওয়া ৭৫ গ্রাম সোনার সবটাই উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য দু’লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সদর বাজার এলাকায়। জানা গিয়েছে, চুরির সোনা ভাগাভাগি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন অভিযুক্ত।

Advertisement

[ক্যারম বোর্ডের ভাড়া নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের]

পুলিশ জানিয়েছে, দার্জিলিং সদরের একটি বাড়িতে বুধবার রাতে বড়সড় চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে বহুমূল্য সোনার গয়না চুরি যায়। রাতেই সদর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ পেয়ে তল্লাশিতে নামে পুলিশ। সদর বাজারের মধ্যে থেকেই তিন চোরকে হাতেনাতে পাকড়াও করে। তবে বেগতিক বুঝে দলের আরও দুই মক্কেল পালিয়ে যায়। ধৃতদের মধ্যে দার্জিলিংয়ের পাশাপাশি নেপালের বাসিন্দাও রয়েছে। ধৃত বিশাল রাইয়ের বাড়ি নেপালের ঝাপা এলাকায়। অঙ্গিলা তামাং ভুটিয়ার বাড়ি দার্জিলিং সদরের জাজ বাজার এলাকায়। ধৃত কিরণ তামাংয়ের বাড়ি দার্জিলিং সদরের রানিকোঠি এলাকায়। পলাতক দুই অভিযুক্তের নাম যথাক্রমে হেম্বে ও অভিষেক। দু’জনের বাড়িই দার্জিলিং সদর থানা এলাকায়। ধৃতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

[পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার কোচবিহারের নিখোঁজ তরুণী]

এই প্রসঙ্গে সদর থানার আইসি সৌম্যজিৎ রায় জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে দার্জিলিং সদর ও লাগোয়া কালিম্পং, কার্শিয়াং এলাকায় বহুমূল্য অলঙ্কার চুরি, ছিনতাই ও হাতসাফাইয়ের ঘটনা ঘটছিল। ইতিমধ্যেই তানিয়ে অনেকগুলি অভিযোগ জমা পড়েছে। তদন্তও চলছিল। তবে গ্যাংটিকে কিছুতেই শনাক্ত করা যাচ্ছিল না। সদর থানা এলাকায় চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে। সদর বাজারে ধৃতরা চুরির জিনিস নিজেদের মধ্যে ভাগাভাগি করছিল। সেই সময়ই হাতেনাতে ধরা পড়ে যায়। মনে করা হচ্ছে ধৃত তিনজন পাহাড়ে সাম্প্রতিক চুরির কাজে জড়িত থাকা গ্যাংয়ের সদস্য। এদিন আদালতে তোলা হলে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। হেফাজতে পেলেই ম্যারাথন জেরা করে পলাতক দুই অভিযুক্তের হদিশ মিলবে বলে মনে করা হচ্ছে। যে চোরের গ্যাংটি এখন দার্জিলিং পুলিশের ঘুম কেড়েছে তাদের সম্পর্কেও খবরাখবর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement