Advertisement
Advertisement

Breaking News

বাঁকুড়ায় জোড়া পথদুর্ঘটনায় মৃত ৩

দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়৷

3 dead in Bankura road mishaps
Published by: Kumaresh Halder
  • Posted:August 25, 2018 3:52 pm
  • Updated:August 25, 2018 3:52 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: জোড়া পথদুর্ঘটনায় মৃত্যুর হল তিন ব্যক্তির৷ বাঁকুড়া সদর থানা এলাকায় জোড়া দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে কদমাঘাঁটি ও সতীঘাট এলাকায়৷

[পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, মৃত এক]

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে সতীঘাট এলাকায়৷ বাস ও বাইকের সংঘর্ষের জেরে এদিন সকালে বিকাশ মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়৷ জানা গিয়েছে, বাঁকুড়া শহরের লোখাতোড়া শ্মশানের দিকে বাইক নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি৷ অভিযোগ, পিছন দিক থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে৷ সংঘর্ষে ছিটকে পড়েন ওই ব্যক্তি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির৷ পরে পুলিশ পৌঁছে বাইক ও দেহটি উদ্ধার করে৷ তবে, ঘাতক বাসটিকে এখনও চিহ্নিত করতে পারেনি৷ বাসটির খোঁজ শুরু করেছে পুলিশ৷

[প্রসবের সময় চিকিৎসকের হাতে ছিন্ন সদ্যোজাতর মাথা, মৃত্যু প্রসূতির]

এদিন সকালে বাঁকুড়া শহর লাগোয়া কদমাঘাঁটি এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে৷ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই ব্যক্তির৷ জানা গিয়েছে, কদমাঘাঁটি-দুর্গাপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাককে ধাক্কা মারে৷ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দারা৷ দু’টি ট্রাকের চালককে উদ্ধারের চেষ্টা করেন৷

[সুপ্রিম রায়ে অবৈধ ই-মনোনয়ন, অনিশ্চিত ভাঙড়ের পাঁচ নির্দল সদস্যের ভবিষ্যৎ]

কিন্তু, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুই ট্রাকের সামনের অংশ টিনের বাক্সের মতো তুবড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুন চন্দ্র সহিস ও সঞ্জয় সিংহ নামের দুই যুবকের৷ এদিন সকালে রাজ্য সড়কের উপর দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়৷ পরে সদর থানার পুলিশ পৌঁছে ঘাতক ট্রাক দু’টি উদ্ধার করে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে৷ প্রায় ঘণ্টা দু’য়েক পর স্বাভাবিক হয় পরিস্থিতি৷ তবে, প্রশাসনের তরফে সচেতনতার পাঠ দেওয়া হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বেপরোয়া গতি৷ স্থানীয়দের দাবি, দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাজ্য সড়কের উপর গতির লাগাম টানার ব্যবস্থা করুক প্রশাসন৷ যান নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নিক প্রশাসন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement