Advertisement
Advertisement

Breaking News

Ram Navami rally

রামনবমীর মিছিলে ব্রহ্মা -বিষ্ণু-মহেশ্বর! কাঁথিতে চমকে দিলেন কাউন্সিলররা

মিছিলে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীও।

3 Councillors dress as Mahadev, Brahma and Bishnu in Ram Navami rally in Contai
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2025 8:54 pm
  • Updated:April 6, 2025 8:54 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: রামনবমীর মিছিলে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর সেজে নজর কাড়লেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান-সহ তিন কাউন্সিলর। রবিবার রামনবমী উপলক্ষে বিকেলে কাঁথি শহরে রাজনৈতিক পতাকা ছাড়াই মিছিল করে বিজেপি। সেই মিছিলেই অনন্য ছবি ধরা পড়ল।

মহাদেব সাজেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবলকুমার মান্না। যিনি প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে ‘রাজনৈতিক গুরু’ বলে সম্বোধন করায় কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ খুইয়েছিলেন। তাঁর বিরুদ্ধে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে অন্যান্য কাউন্সিলররা অনাস্থা এনে চেয়ারম্যান থেকে সরিয়ে দেন। তিনি কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের টানা ২৫ বছরের কাউন্সিলর। তৃণমূলের টিকিটে জয়ী হলেও বর্তমান তিনি বিজেপিতেই রয়েছেন। এদিন তিনি বলেন, “কাঁথিকে রাম রাজত্বের জায়গায় পৌঁছে দিতে চাই। তাই আজ মহাদেবের সাজে সেজেছি।”

Advertisement

 

অপরদিকে কাঁথি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তাপস শীটকে দেখা গেল বিষ্ণুর ভূমিকায়।

 

 

১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুশীল দাসকে দেখা গেল ব্রহ্মার ভূমিকায়। তিনি বলেন, “আজ কোনও রাজনীতির রং নয়। সনাতনীরা একত্রিত হতে শিখেছে। শুধু কাঁথি নয়, রাজনীতি না দেখে সারা রাজ্যের লক্ষ লক্ষ সনাতনী আজ রাস্তায় নেমেছে। সনাতনীরা জোট বাঁধছে এটার খুব প্রয়োজন ছিল।”

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপকুমার দাস, প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement