Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

জল পড়া নিয়ে বিবাদের জেরে চলল গুলি, মুর্শিদাবাদে জখম তিন শিশু-সহ ৪

ছাদ থেকে জল পড়া নিয়ে অশান্তি বাঁধে দুই প্রতিবেশী পরিবারে মধ্যে।

3 children injured in Murshidabad after firing

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:May 8, 2024 12:32 pm
  • Updated:May 8, 2024 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের পরদিনই মুর্শিদাবাদে চলল গুলি। জখম তিন শিশু-সহ মোট চারজন। অভিযোগ, বুধবার সকালে মুর্শিদাবাদের রানিতলায় ছাদ থেকে জল পড়া নিয়ে অশান্তি বাঁধে দুই প্রতিবেশী পরিবারে মধ্যে। হাতাহাতি থেকে রক্তারক্তি কাণ্ড বাঁধে। সেই সময় ছররা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাদ থেকে জল পড়া ঘিরে অশান্তির সূত্রপাত। প্রতিবেশী মনিরউদ্দিন শেখ ও সৈয়দ আলির মধ্যে কথা অশান্তির সূত্রপাত। প্রথমে কথা কাটাকাটি। পরে হাতহাতি। এর মধ্যেই এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ছররা গুলিতে জখম হন তিন শিশু-সহ মোট চারজন। তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। 

Advertisement

[আরও পড়ুন: একধাক্কায় নামল পারদ, ফের কালবৈশাখীর পূর্বাভাস, কতদিন চলবে বৃষ্টি?]

জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছে ইব্রাহিম শেখ (৬), সজিব শেখ (১০) ও জসিমউদ্দিন শেখ। গুলিতে জখম হয়েছেন স্থানীয় যুবক রাজীব শেখও। মনিরুদ্দিন অভিযোগ করেছেন, বচসা চলাকালীন হোসনাবাদ গ্রামের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ইট পাথর ছোড়া হয়। গুলিও চলে। এলাকায় বিশাল পুলিশবাহিনী রয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক রং লেগেছে। স্থানীয়দের দাবি, যারা জখম হয়েছে তাঁরা সকলে বাম-কংগ্রেস জোটের সমর্থক।

[আরও পড়ুন: ‘আমার ২৪ ঘণ্টা আপনাদের জন্য’, রায়বরেলি-আমেঠিতে কর্মীদের বার্তা ‘মরিয়া’ প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement