Advertisement
Advertisement

লুটপাটে বাধা দেওয়ায় খুন? স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা

গড়িয়ার বোড়ালের কালীবাজারে সোনার দোকান ছিল মৃতের৷

3 bodies recovered from south 24 pargana's
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2019 8:15 pm
  • Updated:March 1, 2019 8:22 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: একই দিনে দক্ষিণ ২৪ পরগনায় অস্বাভাবিক মৃত্যু হল তিনজনের। গড়িয়ার বোড়ালের কালীবাজার এলাকায় বন্ধ সোনার দোকানের মধ্যে থেকে উদ্ধার হয়েছে দোকান মালিকের ঝুলন্ত দেহ। অন্যদিকে, ভাঙড়ের দক্ষিণ রাজাপুরে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মহিলার ঝুলন্ত দেহ। আবার একই দিনে ভাঙড়ে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ফুল খেতের জমা জল সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের।

[চায়ের দোকানের আড়ালে বেআইনি অস্ত্র কারবারের হদিশ, গ্রেপ্তার ২ অভিযুক্ত]

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন গড়িয়ার বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল জয়ধর। পরিবারের লোকেরা এদিন সন্ধেয় নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেন। এরপর ঘটনার তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। পরে শুক্রবার সকালে পুলিশ গিয়ে ওই ব্যক্তির দোকানের শাটার ভাঙে। সেখান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের আগেই ভাঙা ছিল গয়নার দোকানের সিসিটিভি। লণ্ডভণ্ড গোটা দোকান। প্রাথমিক তদন্তে অনুমান, দোকানে লুঠপাটের পর ওই ব্যক্তিকে খুন করে দুষ্কৃতীরা। এরপর প্রমাণ লোপাটের জন্য সিসিটিভিতে ভাঙচুর চালিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ব্যবসায়ীকে।

Advertisement

অন্যদিকে, ভাঙড়ের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। মৃতার নাম জোহরা বিবি (২৪)। সূত্রের খবর, কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করে ওই মহিলার স্বামী রেজাউল। এরপর থেকেই জোহরা বিবির সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত রেজাউলের। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এই অশান্তির জেরেই স্ত্রীকে খুন করেছে রেজাউল। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ।

[কর্মবিরতিতে শামিল অস্থায়ী অশিক্ষক কর্মীরা, শিকেয় পঠনপাঠন]

একইদিনে অসাবধনতায় ভাঙড়ে মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম মৃত্যুঞ্জয় নস্কর। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির বাড়ির পাশেই একটি ফুলের খেত রয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জল জমে গিয়েছে সেখানে। শুক্রবার কাজ সেরে ফেরার পথে খেতে জল দেখেন তিনি। সেই সময় বিদ্যুৎচালিত মোটর দিয়ে জল নিকাশের কাজ করতে যান মৃত্যুঞ্জয়। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। নজরে পড়তেই মাঠে কর্মরত অন্যান্যরা তাকে উদ্ধার করে স্থানীয় নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া এলাকায়।

ছবি: বিশ্বজিৎ নস্কর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement