Advertisement
Advertisement

Breaking News

জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ

গ্রেপ্তার ক্রিকেটারের বন্ধু-সহ ৩৷   

3 Arrested in Jalpaiguri missing cricketer case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2018 3:29 pm
  • Updated:July 14, 2018 3:29 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: পাঁচদিন কেটে গেলেও এখনও নিখোঁজ জলপাইগুড়ির ক্রিকেটার৷ বাপ্পা সাহা নামে ওই নিখোঁজ ক্রিকেটারের পরিবারের অভিযোগ, অপহরণ করা হয়েছে তাঁকে৷ পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই বাপ্পার এক বন্ধু, তার শ্যালক ও গাড়িচালককে গ্রেপ্তার করেছে৷ জেলা পুলিশ সুপারের কাছে ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন বাপ্পার পরিজনরা৷

[বাধ্য হয়েই চৌর্যবৃত্তিতে ‘বান্টি-বাবলি’, আসানসোল থেকে গ্রেপ্তার প্রেমিক যুগল]

জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বাপ্পা সাহা৷ নিউটাউন পাড়ার বাসিন্দা ছিল সে৷ ছোট থেকে ওই এলাকাতেই বেড়ে ওঠে বাপ্পা৷ একইসঙ্গে ওই এলাকায় বড় হয়ে ওঠে আনন্দ সরকার৷ তার সঙ্গে বাপ্পার বন্ধুত্ব দীর্ঘদিনের৷ হরিহর আত্মা বলেই এলাকায় পরিচিতি ছিল দুজনের৷ বাপ্পা ও আনন্দের প্রায়ই একে অপরের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকত৷ গত সোমবার রাতে আনন্দের বাড়িতেই ছিলেন বাপ্পা৷ মঙ্গলবার মূর্তিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে আনন্দ ও বাপ্পা৷ পরিকল্পনামাফিক ওইদিন সকালে আনন্দর গাড়িতে করেই বেড়াতে যায় তার৷ সঙ্গে ছিলেন আনন্দর স্ত্রী, শ্যালক ও গাড়িচালক৷ আচমকাই আনন্দ জানান, মূর্তিতে তলিয়ে গিয়েছে বাপ্পা৷ খবর পৌঁছায় বাপ্পার বাড়িতেও৷ জানানো হয় মেটেলি থানার পুলিশকেও৷ তারপর থেকে পাঁচদিন ধরে তল্লাশি চালালেও, খোঁজ মেলেনি জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়কের৷

Advertisement

[পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে মরণঝাঁপ যুগলের]

নদীতে তলিয়ে যাওয়ার কথা মানতে নারাজ বাপ্পার পরিবারের লোকজন৷ তাঁদের অভিযোগ, বাপ্পাকে পরিকল্পনামাফিক অপহরণ করা হয়েছে৷ এই ঘটনার সঙ্গে বাপ্পার বন্ধু আনন্দ সরকার, তার শ্যালক ও গাড়িচালকের যোগসাজশ রয়েছে৷ সূত্রের খবর, আনন্দর স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক ছিল বাপ্পার৷ বাপ্পার সঙ্গে নিজের স্ত্রীর বন্ধুত্বের সম্পর্ককে ভাল চোখে দেখেননি আনন্দ৷ ক্রিকেটার নিখোঁজের নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

[ভালবেসে বিয়ে করেও কেন খুন শুভলগ্নাকে? চাঞ্চল্যকর স্বীকারোক্তি সুলতানের]

বাপ্পার পরিজনেরা মেটেলি থানায় অপহরণের অভিযোগ দায়ের করে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ আনন্দ, তার শ্যালক ও গাড়িচালককে গ্রেপ্তার করেছে৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বাপ্পার পরিবার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement