ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা বাড়লেও শুক্রবার সন্ধেয় রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন বঙ্গবাসী। কারণ এদিনও বাংলায় কমল মারণ ভাইরাসের সংক্রমণ। সুস্থতার ঊর্ধ্বমুখী হারে উজ্জ্বল আশার আলো।
এদিনের রাজ্য স্বাস্থ্যদপ্তরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। যদিও ২৭ জানুয়ারি সংখ্যাটা অনেকটাই কম ছিল। তবে তুলনায় এদিন টেস্টিং অনেকটাই বেশি। জেলাওয়াড়ি করোনা সংক্রমণের হিসাবে ফের চোখ রাঙাচ্ছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৯১ জন। তার ঠিক পরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ৫৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন তিলোত্তমায়। তবে অন্য কোনও জেলাতেই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা কুড়ির গণ্ডি পেরোয়নি। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৯ হাজার ৪৫৯। তবে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে ৫ হাজার ৭১১ করোনা রোগী চিকিৎসাধীন ।
তবে মারণ ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণ। ৭ জন করোনার বলি হয়েছেন একদিনে। ফলে ভাইরাসের থাবায় এখনও পর্যন্ত মোট ১০ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
সুস্থতার হারও গতকালের তুলনায় বেড়েছে। এখনও পর্যন্ত ৯৭.২১ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। একদিনে ৩৪৯ জন কোভিডকে জয় করেছেন। বাংলায় মোট করোনা মুক্ত ৫ লক্ষ ৫৩ হাজার ৫৯৩ জন।
ভ্যাকসিন আসার পর থেকে করোনা মুক্তির দিকে এগিয়ে চলেছে বাংলা তথা গোটা দেশ। তবে করোনা রোগী চিহ্নিতকরণের জন্য একইসঙ্গে চলছে টেস্টিংও। একদিনে ২৫ হাজার ৬৪ জনের কোভিড পরীক্ষা হয়েছে। তার ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৭৯ লক্ষ ৪৪ হাজার ৭০১ টি নমুনা পরীক্ষা হয়েছে। চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়েছেন, ভ্যাকসিন নিলেও আপাতত মেনে চলতে হবে সমস্ত কোভিড বিধি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.