Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: রাজ্যে সামান্য বাড়ল কোভিড সংক্রমণ, করোনা মুক্ত প্রায় ৯৯ শতাংশ

মৃত্যুহীন বাংলা।

28 new Coronavirus recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 20, 2022 8:04 pm
  • Updated:April 20, 2022 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা (Coronavirus) সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ৬৫ শতাংশ বেড়েছে দেশের সংক্রমণ। রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি। উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির সংক্রমণের গ্রাফ। এমন পরিস্থিতিতে রাজ্যের সংক্রমণও বাড়ল সামান্য। তবে একদিনে আক্রান্তের সংখ্যা ৩০-এর নিচেও। তবে এদিনও মৃত্যুহীন বাংলা। এটাই স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে।  

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৮ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.২৮ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮৭৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: আর বাড়ি ফেরা হল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, লরি-বাইক সংঘর্ষে মৃত ১, হাসপাতালে আরেক বন্ধু]

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৪১৬ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৩৩ জন। হাসপাতালে ভরতি ২৫ জন করোনা আক্রান্ত।

চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০০ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৫৬ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৯৮ হাজার ২৮৩ জন।

[আরও পড়ুন: প্রৌঢ়কে খুবলে খেল হিংস্র কুকুরের দল, প্রাণ বাঁচাল পুরুলিয়ার সরকারি হাসপাতাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement