ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় ফের রেকর্ড মৃত্যু রাজ্যে। এদিন করোনার (Corona Virus ) বলি হয়েছেন বাংলার মোট ৫৪ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ২৭০০-এর বেশি। ফলে এদিনের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান রাজ্যবাসীর উদ্বেগ এক ফোঁটাও কমাতে পারেনি।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২,৭৫২ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। ফলে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৮০ হাজার। তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্য মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮০, ৯৮৪ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২২, ৩১৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৮৫। এই একদিনে সুস্থ হয়েছেন বাংলার মোট ২,০৬৬ জন। সুস্থতার হার ৭০.২৪ শতাংশ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৬, ৮৮৪ জন।
তবে আশার আলো একটাই যে, বাড়ছে নমুনা পরীক্ষাও। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ২২, ৩২১ জনের। এখনও পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৯, ৭৮, ৯৮০ জনের। তবে উদ্বেগ জারি রেখেছে কলকাতার সংক্রমণের গ্রাফ। কারণ, তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে কলকাতা। শুধু তিলোত্তমায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১৯ জন। যার জেরে কলকাতার মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ২৫ হাজার। ফের দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৯৬। ফের তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। হাওড়ায় নতুন আক্রান্ত ১৯০ জন। জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি। সেফ হোমের সংখ্যা ১০৬।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.