Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: পরপর তিনদিন বাড়ল রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, পাল্লা দিচ্ছে পজিটিভিটি রেটও

করোনাবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

275 new Coronavirus Cases recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 14, 2022 8:14 pm
  • Updated:September 14, 2022 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিনদিন ঊর্ধ্বমুখী রাজ্য়ের কোভিডগ্রাফ। উৎসবের মরসুমে চিন্তা বাড়াচ্ছে করোনার (Covid-19) পজিটিভিটি রেটও। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ। প্রস্তুতি চলছে জোরকদমে। উৎসবপ্রেমী বাঙালি দুর্গোৎসবে শামিল হওয়ার জন্য অপেক্ষার প্রহণ গুনছে। এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭৫ জন, যা আগের দিন ছিল ২২৯।  বঙ্গে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১,০৯,৯৫২ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ২০,৮৬, ৫১৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থতার সংখ্যা ২০৮। শতকরা হিসেবে ৯৮.৮৯ শতাংশ। মৃত্যু হয়েছেন ১ জনের। 

Advertisement

[আরও পড়ুন: ‘নবান্ন অভিযানের নামে গুন্ডামি, ব্যাগে বোমা এনেছিলেন BJP কর্মীরা’, বললেন মমতা]

চোখ রাঙাচ্ছে পজিটিভিটি রেট ও অ্যাকটিভ কেসের পরিসংখ্যানে। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম বুলেটিনে দেখা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯৫১। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। আক্রান্তদের মধ্যে ৭৯ জন হাসপাতালে ভরতি। এই সংখ্যা সামান্য উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৬৮ টি, যার মধ্যে মাত্র ৩.৪১ শতাংশ রিপোর্ট পজিটিভ।

বাঙালির সবচেয়ে বড় উৎসবে ভিড় হওয়ার প্রবল সম্ভাবনা। সেখান থেকে যাতে কোভিড সংক্রমণ না ছড়ায়, সেদিকে নজর দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা। ফলে টিকাকরণের (Corona Vaccination) উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও  গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে  ৭১, ৮৩৮ টি ডোজ দেওয়া হয়েছে। চলছে বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ। উৎসবের মরশুমে সামান্য অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: ‘মহিলাদের অপছন্দ করেন, পুরুষ পছন্দ করেন শুভেন্দু’, বললেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement