Advertisement
Advertisement

Breaking News

করোনা

রাজ্যে একদিনে করোনার বলি ৪৫ জন, মোট সংক্রমিতের সংখ্যা পেরল ৭০ হাজার

দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কলকাতা।

2496 more people COVID-19 tested positive in West Bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 31, 2020 9:14 pm
  • Updated:July 31, 2020 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংক্রমণের রেকর্ড বাংলায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Corona Virus) থাবা বসিয়েছে প্রায় ২৫০০ জনের শরীরে। সেইসঙ্গে সামান্য কমেছে সুস্থতার হারও। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃত্যু হয়েছে রাজ্যের ৪৫ জনের।

করোনাকে যেন কিছুতেই রোখা যাচ্ছে না। লকডাউন, সামাজিক দূরত্ব পালন, মাস্ক-স্যানিটাইজার-সহ সমস্ত নিয়ম বিধি মানা সত্ত্বেও রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন বাংলার মোট ২,৪৯৬ জন। যার ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৭০ হাজারের গণ্ডি। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৭০, ১৮৮ জন। একদিনে করোনার বলি হয়েছেন ৪৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১, ৫৮১। সুস্থ হয়েছেন ২, ১১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা ৪৮, ৩৭৪। সুস্থতার হার ৬৮. ৯২ শতাংশ। বেড়েছে টেস্টের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১৯, ০০৩ জনের নমুনা পরীক্ষায় হয়েছে বাংলায়। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮,৯৩,৪০০ জনের। 

Advertisement

[আরও পড়ুন: ২ বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, শাহের দরবারে সৌমিত্র ও নিশীথ]

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে কলকাতা। তিলোত্তমায় নতুন করে আক্রান্ত ৬৭০ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ২১ হাজারের গণ্ডি। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৬৪৪। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ১৯৯ জন। হাওড়ায় নতুন আ্ক্রান্তের সংখ্যা ১৬০। দার্জিলিংয়ে একদিনে আক্রান্ত ১২২ জন। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে সেফ হোমের সংখ্যা ১০৬। সেখানে বেড রয়েছে মোট ৬,৯০৮ টি। বর্তমানে সেফ হোমে রয়েছেন ১,৫০৫ জন। রাজ্যে মোট সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি।

[আরও পড়ুন: করোনা সচেতনতায় পথে রয়েল বেঙ্গল, চিতল হরিণ! ক্যানিংয়ে অভিনব প্রচার নজর কাড়ল স্থানীয়দের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement