Advertisement
Advertisement

Breaking News

Coronavirus Update: ষষ্ঠীর দিনও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০০’র বেশি, মৃত ১

পজিটিভিটি রেট ৩. ৪১ শতাংশ।

228 New Coronavirus Cases recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 1, 2022 9:16 pm
  • Updated:October 1, 2022 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর পর মন খুলে আনন্দে মেতেছে বঙ্গবাসী। উৎসবের মরশুমে করোনার  চোখ রাঙানি কিছুটা কমলেও পুরোপুরি মুক্তি মেলেনি। ষষ্ঠীর দিনও রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা রইল দুশোর বেশি। পজিটিভিটি রেটও কিছুটা বেশি। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২৮ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম । এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১, ১৪, ৭৪৯। গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১ জনের। এখন পর্যন্ত বাংলায় মোট ২১, ৫০৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তবে ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২৮০ জন। সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। তার ফলে রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০, ৯০, ১২৬। 

Advertisement

[আরও পড়ুন: পরিচ্ছন্ন শহর হিসেবে জোড়া হ্যাটট্রিক! ফের স্বচ্ছতায় সেরা মধ্যপ্রদেশের ইন্দোর]

গত ২০২০ সালের মার্চ থেকে রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। সেই সময় থেকে সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে সে ছবি বদলেছে বেশ খানিকটা। কারণ, বর্তমানে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই নমুনা পরীক্ষা কমেছে কিছুটা। তবে তা সত্ত্বেও চিকিৎসকেরা সবসময়ই নমুনা পরীক্ষার উপর জোর দিচ্ছেন। শনিবার ৬,৬৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২৬,৫১৮, ৪০৯টি। পজিটিভিটি রেট  ৩.৪১ শতাংশ।

করোনা সংক্রমণ ঠেকাতে টিকাকরণের উপরেও দেওয়া হয়েছে জোর। এদিন মোট ১৪, ৯৬৫ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে ঘুরে চলছে প্রতিমা দর্শনের পালা। এই সময়ে  ভিড় জায়গায় যাতায়াতের সম্ভাবনা অনেক বেশি। তাই সংক্রমণ এড়াতে চাইলে আরও সাবধান হওয়ার বার্তা বিশেষজ্ঞদের। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করার পরামর্শ। নিজেদের হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার ব্যবহারের কথাও বলা হচ্ছে।   

[আরও পড়ুন: দু’বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন, দোষীকে ১৪২ বছরের কারাদণ্ড দিল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement