ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা পরিসংখ্যানে বিশেষ বদল ঘটল না। শুক্রবারের মতো এদিনও দু’শোর বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। এরই মধ্যে বোলপুরের এক শিক্ষাকর্মীর করোনা ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর ঘটনায় ছড়াল আতঙ্ক।
শনিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন ২১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৪ হাজার ৯২৬ জন। এদিনও সংক্রমণের তালিকার শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে আক্রান্ত ৬৯ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাসের হদিশ। তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ। প্রত্যাশা মতোই কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩,৩৩৩ জন।
এদিকে, রাজ্যে একদিনে করোনার বলি তিনজন। কলকাতাতেই মৃত্যু হয়েছে দু’জনের। বাংলায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৬ জনের। মারণ ভাইরাস এখনও প্রাণ কাড়লেও বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠছেন। তাঁরাই ঘুরে দাঁড়ানোর আশা জোগাচ্ছেন। বর্তমানে ৫ লক্ষ ৬১ হাজার ৩২৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়েছেন ২১৭ জন। বাংলায় সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ। করোনা রোগী চিহ্নিতকরণের জন্য চলছে টেস্টিংও। একদিনে রাজ্যে ২০ হাজার ১৩টি নমুনা পরীক্ষা হয়েছে।
এদিকে, বোলপুরের শিক্ষাকর্মী ৫৩ বছর বয়সি তারক চক্রবর্তী ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালনের জন্য চিঠি পেয়েছিলেবন। অন্যান্য ভোটকর্মীদের মতো তাঁকেও কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়। বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের ওই বাসিন্দা বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পরই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁর মৃত্যুর কারণ টিকা নেওয়া কি না, তা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.