Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৩০, কলকাতায় সংক্রমণের সেঞ্চুরি

বিশেষজ্ঞদের আবেদন, কোভিডবিধি মেনে চলুন।

205 new Coronavirus Cases recorded in Bengal in last 24 hours | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 15, 2022 6:47 pm
  • Updated:June 15, 2022 7:20 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে কলকাতার সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করল। এদিকে পজিটিভিটি রেটও (Positivity Rate) বাড়ছে হুড়মুড়িয়ে। মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, সংক্রমণ ঠেকাতে কোভিডবিধি মেনে চলুন। পাশাপাশি, টিকাকরণে গতির আনারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছে ২৩০ জন। এর মধ্যে কলকাতায় (Kolkata) আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে সেঞ্চুরি না করলেও দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (১৩)। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, রাজ্যের দৈনিক সংক্রমণের হার ২.৯৫ শতাংশ। যা মঙ্গলবার ছিল ১.৮৫ শতাংশ। 

Advertisement

[আরও পড়ুন: বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙার হুমকি, বিতর্কে দিলীপ ঘোষ]

রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৭ জন।

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৩০ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১০০৭ জন। আর হাসপাতালে ভরতি ৩০ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়াল ১০৩৭ জনে।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৭ হাজার ৭৮৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ২৪ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৫২ হাজার ৮৭০ জন। 

[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেবে বিরোধীরা, ১৬ দলের বৈঠক শেষে ঘোষণা মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement