Advertisement
Advertisement

Breaking News

Satabdi Roy

রিলসের পর এবার থিম ভিডিও প্রকাশ, বিনোদনের মুডে প্রচারে শতাব্দী রায়

'জিতব আমি জিতব আমরা' গানটি আসন্ন নির্বাচনী প্রচারে তাঁর হাতিয়ার। নিজের লেখা, নিজের গাওয়া গান কর্মীদের সঙ্গে নিয়েই শুটিং করেছেন বীরভূমের তৃণমূল প্রার্থী।

2024 Lok Sabha Polls: TMC candidate Satabdi Roy releases theme video for election campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:April 7, 2024 8:22 pm
  • Updated:April 7, 2024 9:17 pm  

নন্দন দত্ত, সিউড়ি: সামনেই ভোট। তীব্র রোদ, গরম উপেক্ষা করে দিনরাত চলছে প্রচার। কিন্তু তাই বলে কি কোনও বিনোদন থাকবে না? তা তো হতে পারে না। তাই প্রচারের ফাঁকে ফাঁকেই পিকনিকের মুডে প্রচারের জন্য থিম ভিডিওই বানিয়ে ফেললেন বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় (Satabdi Roy)। ‘জিতব আমি জিতব আমরা’ গানটি আসন্ন নির্বাচনী প্রচারে তাঁর হাতিয়ার। নিজের লেখা, নিজের গাওয়া পীযূষের সুর দেওয়া গানের সঙ্গে কর্মীদের সঙ্গে নিয়েই শুটিং করেছেন। কখন হুডখোলা জিপে, কখনও আদিবাসী পাড়ায়, তাঁদের নাচের তালে, কখনও আবার মিছিলে তিনি গর্জে উঠেছেন – ‘জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল/ বীরভূম আজ দিদির সঙ্গে, জিতবে তৃণমূল’। গানের মধ্যে রয়েছে ‘‘এই বাংলার মা-বোনেরা মমতাকেই চায়, কেননা তারা সুখে আছে মমতার দয়ায়।’’

বীরভূম থেকে চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছেন শতাব্দী রায়। নিজস্ব চিত্র।

তিনবারের সাংসদ শতাব্দী রায় জানালেন, ‘‘এখন দেশ এগোচ্ছে তো। ২৫ বছরের ফিল্মি কেরিয়ারের অভিজ্ঞতা। এখন গরুর গাড়ি ছেড়ে লোকে উড়োজাহাজে চড়ছে। হাতে হাতে মোবাইল। তাই ২ মিনিট ৩৫ সেকেন্ডের একটা প্রচারের থিম ভিডিও বানালাম। যা একদম নতুন।’’ যদিও তাঁর প্রচারের এই নতুন টেকনিক হজম করতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী দেবাশিস ধর প্রশ্ন তুলেছেন, ‘‘কখনও খতিয়ান তুলে ধরে, কখনও নিজের লেখা গানে ভিডিও করে মানুষের কাছে প্রচারে যেতে হচ্ছে। যদি কাজই একমাত্র বিচার্য বিষয় হয়, তাহলে এই প্রচারের দরকার কি।’’

Advertisement

[আরও পড়ুন: মাধ্যমিক পাশ নিশীথের বিরুদ্ধে ভুরিভুরি মামলা, সম্পত্তিতেও কম যান না শাহের ডেপুটি]

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাব্দী রায় নির্বাচন কমিশনের কাছে লেখার স্ক্রিপ্ট জমা দিয়ে, ছবি দিয়ে অনুমতি নিয়ে তবেই সেটি প্রকাশ করলেন। রবিবার বিকালে সিউড়ি তৃণমূল ভবনে শতাব্দী নিজেই এই থিম ভিডিওর উদ্বোধন করলেন। বিজেপির প্রশ্ন, উনি পেশাদার অভিনেতা, পরিচালক, লেখক। তাহলে সন্দেশখালি নিয়ে স্ক্রিপ্ট এলে কি উনি তা লিখবেন? শতাব্দী
রায় হেসে তার উত্তর দিলেন। বললেন, ‘‘সব জবাব দেব কেন? আমরা এটা করলাম কেন, ওটা করলাম কেন।’’ পাক্কা রাজনীতিবিদদের মতো তিনি পালটা হিসাবে বিজেপিকে উত্তর ফিরিয়ে দিয়ে বলেন, ‘‘তাদের তো আইটি সেল খুব পেশাদার, স্ট্রং। ওদের পতাকা লাগানো থেকে জনসভা সব ম্যানেজমেন্টের মাধ্যমে হয়। কোনও স্ক্রিপ্ট তাদের দিয়ে করিয়ে নিতে পারে।’’

[আরও পড়ুন: ভূপতিনগরে বিজেপির যোগসাজশে ‘বাংলা বিরোধী’ ষড়যন্ত্র NIA-র! তথ্য ফাঁস করে সুপ্রিম কোর্টে TMC]

রবিবার থিম ভিডিও প্রকাশের সময় ভবন ভর্তি দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কারণ, তাঁদের নিয়েই এই শর্ট ভিডিওটি শতাব্দী বানিয়েছেন। তাঁরাই বাইকে চড়েছেন। তাঁরাই গর্জন করেছেন। তৃণমূলের পতাকা হাতে তাঁরাই এগিয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের নিয়ে এই তার নতুন প্রয়াস। শতাব্দীর কথায়, ‘‘এখন সাইকেল থেকে স্কুটিতে আপগ্রেড হয়েছে। আগে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ছিল না। এখন তাই তালে তাল রাখতে একটু মজা করে এগিয়ে থাকার প্রচার চালালাম।’’ যা এখন থেকে প্রতিটি জনসভায়, এলাকায় ভিডিও হিসাবে প্রচারে স্থান পাবে।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement