শেখর চন্দ্র, আসানসোল: সোমবার রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। যার অন্যতম আসানসোল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয়ের মার্জিন কমবে বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ তাঁর স্ত্রী পুনম সিনহা। যা নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা।
দীর্ঘদিন বিজেপি ও পরে কংগ্রেস করার পর ২০২২ সালে রাজ্যের তৃণমূলে (TMC) যোগ দেন ‘বিহারীবাবু’। সেই সময় আসানসোলের সাংসদ-মন্ত্রী বাবুল সুপ্রিয় পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিলে লোকসভা উপনির্বাচন হয়। প্রার্থী হন শত্রুঘ্ন। লোকসভা উপনির্বাচনে বিজেপির অগ্নিমিত্রা পলকে বিশাল ব্যবধানে হারান তিনি। ৩ লাখ ৩ হাজার ২০৯ ভোটে জেতেন বর্ষীয়ান অভিনেতা। এবার লোকসভা ভোটে ফের তাঁর উপরই ভরসা রেখেছে দল। শুরু থেকেই নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত শত্রুঘ্ন। তবে সোমবার ভোটের দিন পুজো দিয়ে তাঁর স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত। তবে বাস্তব দিকটাও দেখতে হবে। জয়ের ব্যবধান কমতেই পারে। তবে জয় আসবেই।” ভোট চলাকালীন তাঁর এই মন্তব্যে ভুরু কুঁচকে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। রাজনৈতিক মহলের ধারণা, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া-সহ রাজ্যের শিক্ষা দুর্নীতি, কয়লা দুর্নীতি একাধিক ইস্যুতে কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল। তাছাড়াও আসানসোল লোকসভায় হিন্দি ভাষীদের ভোট বিজেপির দিকে যেতে পারে। সেই দিকগুলো মাথায় রেখে পুনমের এই মন্তব্য বলে ধারণা।
ভোটের দিন সকাল থেকে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) আসানসোলের একটি হোটেলে রয়েছেন। বেলা বারোটা পর্যন্ত তিনি হোটেলেই ছিলেন। তাঁর স্ত্রী জয়ের কামনায় পুজো দিয়ে সাংবাদিকদের বলেন, ” সেই ‘৯১ সাল থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন। বিষয়টি আমাদের কাছে সাধারণ হয়ে গিয়েছে। আমার একটু পরেই বুথে বুথে যাব।” এর পরেই স্বামীর জয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “উপনির্বাচনে যে বিশাল ভোটের মার্জিনে জয় হয়েছিল, সেই ব্যবধান হয়তো কমবে। আমরাও চাই এত বিশাল ব্যবধান না হয়ে বিষয়টি রিয়েলিস্টিক হোক। তবে জয় আমাদেরই হবে।”
এর সঙ্গে বিজেপির ৪০০ পার স্লোগানকে বিঁধে বলেন, “বিজেপির ৪০০-র বেশি আসনের সম্ভাবনা এখন স্বপ্ন। ওরাও এখন আর একথা বলছে না।” এর পরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল প্রার্থীও। তিনি বলেন, “এখানে মানুষ খুব আগ্রহের সঙ্গে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে আসানসোলে। আমি বাদুরিয়া, জামুরিয়া থেকে খুব ভালো খবর পেয়েছি। জয়ের বিষয়ে নিশ্চিত। পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির ৪০০ পারের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.