মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ব্যবধান বাড়িয়ে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। উনিশের তুলনায় লোকসভা ভোটের তুলনায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে মার্জিন বাড়িয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে তাঁর ভোট প্রাপ্তি তো কমেছেই। এমনকী সবকটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটও সামগ্রিকভাবে কমল। তৃণমূল, বিজেপি, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীরা তার বিশ্লেষণ শুরু করেছেন।
চব্বিশের লোকসভা ভোটে (2024 Lok Sabha Election) উলুবেড়িয়ায় পঞ্চম দফায় ভোট হয় ২০ মে। উলুবেড়িয়ায় মোট ভোট পড়েছে ১৩৯১৮৫০। এর মধ্যে তৃণমূলের (TMC) সাজদা আহমেদ পেয়েছেন ৭২৪৬২২ ভোট। বিজেপি (BJP) প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী পেয়েছেন ৫০৫৯৪৯ ভোট। সাজদা আহমেদ জয়ী হয়েছেন ২১৮৬৭৩ ভোটে। গতবারের থেকে এবারে সাজদার মার্জিন বেড়েছে ৩৩১৪ টি ভোট। গত লোকসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন ২ লক্ষ ১৫ হাজার ৩৫৯ ভোটে। ভোটের মার্জিন বাড়লেও শতাংশের হিসেবে সাজদা আহমেদের ভোট পাওয়ার হার কমেছে। সাজদা আহমেদ শতাংশের হিসেবে পেয়েছেন ৫২.০৬ শতাংশ ভোট। গতবারের তুলনায় প্রায় ১ শতাংশ কম। বিজেপি গতবারে ভোট পেয়েছিল ৩৭ শতাংশ। এবার পেয়েছে ৩৬.৩৫ শতাংশ। বিজেপির ভোট শতাংশ কমেছে। গত ২০১৯ লোকসভার তুলনায় ২০২১ বিধানসভা নির্বাচনে সাজদা লিড কমেছিল প্রায় ৫০ হাজার ভোট। তাই ২০২১ বিধানসভার তুলনায় তৃণমূলের লিড অনেকটা বেড়েছে।
এদিকে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে বামেদের। সঙ্গী দোসর কংগ্রেস। উলুবেড়িয়ার (Uluberia) বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক ভোট পেয়েছেন ৭৮৫৮৯টি, শতাংশের হিসেবে ৫.৬৪। গত লোকসভায় সেখানে শুধু বামেরা পেয়েছিল ৫ শতাংশ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ২ শতাংশ ভোট। গতবারে জোট হয়নি। উনিশে যেখানে বাম ও কংগ্রেস মিলিয়ে ৮ শতাংশ ভোট পেয়েছিল, এবারে তা নেমে এসেছে ৫.৬৪ শতাংশে। কমেছে প্রায় আড়াই শতাংশ। উলটোদিকে এবারে প্রথম লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আইএসএফ (ISF)। আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম পেয়েছেন ৩৮৯৯১ ভোট, শতাংশের হারে ২.৮০। নোটায় ভোট পড়েছে ১১৩১৮টি।
ভোট কমার বিষয় নিয়ে তৃণমূলের হাওড়া (Howrah) গ্রামীণ এলাকার তৃণমূল সভাপতি অরুণাভ সেনের প্রতিক্রিয়া, ”এটা বিশেষ কোনও ব্যাপার নয়। তবে কেন কমল, আমরা নানা দিক খতিয়ে দেখব।” বিজেপির গ্রামীণ সহ-সভাপতির বক্তব্য, আবহাওয়ার কারণে ওইদিন অনেকে ভোট দিতে যেতে পারেনি। ফলে ভোট কমেছে। যদিও এবারে বেশি শতাংশ ভোট পড়েছে গতবারের থেকে। সিপিএমের (CPM) নেতা সাবির উদ্দিন মোল্লা বলেন, ”মেরুকরণের কারণে আমাদের ভোট কমেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.