স্টাফ রিপোর্টার, হাওড়া: বাচ্চাকে সঙ্গে নিয়ে ভোট(Lok Sabha Election 2024) দিতে গিয়ে আর চিন্তা করতে হবে না ভোটারদের। এবার হাওড়ার কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে শিশুদের জন্য তৈরি করা হচ্ছে ক্রেশ। সেখানে শিশুদের জন্য রাখা থাকছে প্রচুর খেলনা। শিশুদের মা কিংবা অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে এলে তারা যাতে বিরক্ত না হয়, সেজন্যই এই ব্যবস্থা কমিশনের।
শিশুদের ভোটগ্রহণ (Polling Stations) কেন্দ্রের ক্রেশে রেখে মা কিংবা তাদের অভিভাবকরা নিশ্চিন্তে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন। কয়েকটি কেন্দ্রে বয়স্কদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা থাকছে। বয়স্কদের যাতে বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। হাওড়া (Howrah) জেলায় যে ১৬টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র করা হচ্ছে সেই কেন্দ্রগুলিতেই এই ব্যবস্থা থাকছে বলে জেলা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
নির্বাচনের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ইয়াসমিন বারি বলেন, “এবার মডেল ভোটগ্রহণ কেন্দ্রগুলি ভালো করে গেট দিয়ে সাজানো হচ্ছে।” এই ১৬টি মডেল পোলিং স্টেশন বা ভোটগ্রহণ কেন্দ্র পুরোটা শেড দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে থাকছে সেলফি জোন। ভোট দিতে এসে কেউ ইচ্ছা করলে ওই সেলফি জোনেও যেতে পারবে। থাকছে চিকিৎসা বুথ, সিক রুম। কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকছে। প্রবীণ ব্যক্তিদের জন্য থাকছে হুইল চেয়ার। কমিশনের তরফে থাকবে ভলান্টিয়ার। যোগেশচন্দ্র কলেজ কিংবা নরসিংহ দত্ত কলেজের মতো গ্রামীণ এলাকাতেও থাকবে মডেল ভোটগ্রহণ কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.