Advertisement
Advertisement
Suvendu Adhikari

সন্দেশখালির বেড়মজুরে ‘আক্রান্ত’ মহিলারা, ‘চটি পরা’ পুলিশের তাণ্ডব, অভিযোগ শুভেন্দুর

এলাকার মহিলারাই রুখে দাঁড়ান বলে দাবি শুভেন্দুর।

2024 Lok Sabha Election: Suvendu Adhikari alleges rigging by cops at Sandeshkhali
Published by: Paramita Paul
  • Posted:June 1, 2024 8:19 am
  • Updated:June 1, 2024 10:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটগ্রহণের আগের রাতে ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির বেড়মজুড়ে মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। এক্স হ্যান্ডেলে সেই ছবি, ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, পুলিশ রাজ্যের শাসকদলের হয়ে ভোট (2024 Lok Sabha Election) করানোর আপ্রাণ চেষ্টা করছে। যদিও এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 ভোটের আগে থেকেই উত্তপ্ত সন্দেশখালি। আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল বেড়মজুর। ভোটের আগের রাতে ফের খবরের শিরোনামে উঠে আসে সেই বেড়মজুরের নাম। শুভেন্দুর অভিযোগ, ভোটের আগের রাতে সন্দেশখালিকে দমাতে মরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালির বিভিন্ন অঞ্চলে হাওয়াই চপ্পল পরা পুলিশ এবং সাদা পোশাকের সিভিক ভলান্টিয়ার্স ঘুরে বেড়াচ্ছে। যারা মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে, প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর আরও দাবি, রাজ্য়ের শাসকদল তৃণমূলের পক্ষে ভোট করাতে শেষ চেষ্টা করছে পুলিশ 

Advertisement

 

[আরও পড়ুন: ভাঙড়ে ফিরল পঞ্চায়েতের স্মৃতি! ভোটের সকালে দফায় দফায় সংঘর্ষ, রাস্তা-বুথে ছড়িয়ে বোমা]

বিরোধী দলনেতার দাবি, বেড়মজুর ২ অঞ্চলের ১৫৩ এবং ১৫৪ নম্বর বুথের সাহসী মহিলারা পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিলকুমার শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। সূত্রের খবর, বিরোধী দলনেতার অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। তবে এই অভিযোগ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

[আরও পড়ুন: সপ্তম দফা LIVE UPDATE: ফের উত্তপ্ত ভোটের ভাঙড়, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বোমা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement