ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ঠিক আগে বিজেপি প্রার্থী হিরণের ডক্টরেট ডিগ্রি বিতর্কে সরগরম ঘাটাল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর ডক্টরেট ডিগ্রি ‘ভুয়ো’ বলে খবর প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে RTI-এর একটি রিপোর্টও প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, তিনি আইআইটি খড়গপুরের রিসার্চ ফেলো নন। সেখানকার কর্মী বা গবেষকও নন। আর তার পরই খড়গপুর জুড়ে হিরণের পোস্টারে সাদা চুন লাগানো হয়েছে। আম আদমি পার্টির তরফে তাঁর মনোনয়ন বাতিলের দাবি উঠেছে। বিজেপির দাবি, এটা তৃণমূলের কাজ। ভোটের আগে এভাবে বিজেপিকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র।
২০২১ সালের বিধানসভা ভোটে (Assembly Election 2021) খড়গপুর থেকে জিতে বিধায়ক হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরে এখনও রয়েছে বিজেপি বিধায়ক হিরণের পোস্টার। সেখানে তাঁর যোগ্যতা হিসেবে লেখা – ডক্টর। এছাড়া লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) মনোনয়ন পেশের সময় হলফনামা দিতে গিয়েও হিরণ তাঁর ডক্টরেট ডিগ্রির কথা উল্লেখ করেছেন। আইআইটি খড়গপুর (IIT Kharagpur) থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করেছেন বলে উল্লেখ রয়েছে তাতে। কিন্তু একটি RTI-এ জানা গিয়েছে, আইআইটি খড়গপুরের সঙ্গে হিরণের কোনও সম্পর্ক নেই। তিনি গবেষক নন, রিসার্চ ফেলো নন, এমনকী কর্মীও নন।
আগামী ২৫ মে ঘাটালে (Ghatal) ভোট। তার ঠিক আগেই হিরণের ‘ভুয়ো’ ডিগ্রি নিয়ে সরগরম এলাকার রাজনৈতিক মহল। খড়গপুর দুনম্বর ব্লকের বলরামপুরের কাছে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বেশ কয়েকটি পোস্টারে লেখা ‘ডক্টর’ শব্দে সাদা চুন লাগিয়ে দেওয়া হল। অভিযোগ তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ‘ডক্টর’ হিরণ চট্টোপাধ্যায়। উনি যে ‘ডক্টর’ লিখছেন, সেটি ভুয়ো (Fake)। আগে উনি প্রমাণ করুক যে ডিগ্রিটা সত্যি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.