সুমিত বিশ্বাস, পুরুলিয়া: লোকসভা ভোটের আগে ফের বিতর্কে জড়ালেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Sing Mahato)। এবার গোমাংস নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। রবিবার সেখানে পশুর হাড়ভর্তি পিক আপ ভ্যান উদ্ধার হওয়ার ঘটনা ঘিরে ছড়াল গোমাংস পাচারের গুজব। আর তাতেই বিতর্কে জড়িয়ে পড়লেন পুরুলিয়া (Purulia) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তৃণমূলের (TMC) দাবি, শান্ত পুরুলিয়াকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। পুলিশের মদতে গোমাংস পাচার হচ্ছিল, গেরুয়া শিবিরের পালটা এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে। তুমুল অশান্ত হয়ে ওঠে পরিবেশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা রবিবার সকালের। পুরুলিয়া জেকে কলেজ থেকে সরকারি নিয়ম মেনে GST চালান নিয়ে পশুর হাড়বোঝাই একটি পিক আপ ভ্যান ধানবাদের (Dhanbad) নিরসার উদ্দেশে রওনা দেয়। মূলত খাদ্য, সার তৈরির জন্য ওই পশুর হাড় নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিজেপি নেতার নেতৃত্বে কয়েকজন যুবক ওই পিক আপ ভ্যান পুরুলিয়ার গাড়িখানা এলাকায় আটকায়। ওই পিক আপ ভ্যানে গোমাংস পাচার হচ্ছে বলে দাবি করেন তাঁরা। মুহূর্তের মধ্যে ওই গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, ভোটের আগে (2024 Lok Sabha Election) এলাকার সম্প্রীতি নষ্ট করতে এলাকার যুবকরা গোমাংস পাচার নিয়ে উসকানি দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ। পশুর হাড়ভর্তি ওই গাড়ি আটক করে। পুলিশ চালকের কাছ থেকে একটি GST একটি চালান উদ্ধার করেছে।
ঘটনার পরে পুরুলিয়া বিজেপি (BJP) প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আসরে নেমে কর্মী, সমর্থকদের নিয়ে পথ অবরোধ শুরু করেন। অভিযোগ তোলেন, পুলিশের মদতে এলাকায় গোমাংস পাচার হচ্ছিল। তাঁদের লোকজনই ওই গাড়ি আটক করেছে। এদিকে বিজেপি প্রাথীর বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেন তৃণমূল শহর যুব সভাপতি গৌরব সিং। তাঁর পালটা দাবি, ”গত পাঁচ বছর বিজেপি সাংসদ মানুষের জন্য কিছুই করেননি। তাঁর সাংসদ তহবিলের অর্থও খরচ করেননি। তাই এবার প্রার্থী হলেও হারবেন বলে গোমাংস পাচারের গুজব ছড়িয়ে শান্ত পুরুলিয়াকে অশান্ত করতে চাইছেন। মানুষ তাঁর চালাকি বুঝে গিয়েছে। আগামী ভোটে তার উত্তর মানুষ দেবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.