রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভোটের আগেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। এক বিজেপি কর্মীর কান কাটা গেল! কাঠগড়ায় শাসকদল তৃণমূল। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় তিনি সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। মঙ্গলবার রাতে তাঁর উপর হামলা চালিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কান কেটে নেয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
পূর্ব মেদিনীপুরের কাঁথির (Kanthi) ভগবানপুর থানা এলাকার হাড়মশানি গ্রামের বাসিন্দা সুব্রত বাগ। তাঁর বাড়ি হরিজন পল্লিতে। অভিযোগ, মঙ্গলবার রাতে বাড়িতে হামলা চালিয়ে সুব্রতর কান কেটে নেওয়া হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনায় তৃণমূলকেই (TMC) দায়ী করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি (BJP) কর্মী সুব্রত বাগের অভিযোগ, দলবদলের পর থেকেই তৃণমূল অত্যাচার করছে। কান কেটে ফেলা তারই অংশ।
আগামী ২৫ মে কাঁথি কেন্দ্রে লোকসভা ভোট (2024 Lok Sabha Election)। তার আগে ভগবানপুরে এহেন হিংসার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ভগবানপুরের বিজেপি নেতা স্বপন রায়ের বক্তব্য, ”তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই ওরা উন্মাদ হয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালাতে শুরু করেছি। আমরা বিষয়টি নিয়ে পুলিশকে জানিয়েছি।” আর তৃণমূলের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলাফল, এতে তৃণমূল জড়িত নয়। তবে এভাবে একজন রাজনৈতিক কর্মীর কান কেটে নেওয়ার মতো ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। নির্বাচনী আবহে এমন সংঘাতের (Political clash) ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কায় কাঁটা তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.