সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ দফার ভোটে(2024 Lok Sabha Election) কেশপুরে তুমুল অশান্তি। দফায় দফায় বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, তাঁর গাড়ির সামনে শুয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। রাস্তায় আগুন জ্বেলেও বিক্ষোভ দেখানো হয়। তারকা প্রার্থীকে শুনতে হল ‘চোর’ স্লোগানও। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনায় সরব হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)।
এদিন সকাল থেকেই অ্যাকশনে হিরণ। বেলা বাড়তেই কেশপুরে পৌঁছন তিনি। বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও সরব হন তিনি। পরিস্থিতি বেগতিক হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্ষমা চাইতে হবে, এই দাবিতে হিরণের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। বাঁশ-লাঠি নিয়ে হিরণের দিকে তেড়ে যান গ্রামবাসীরা। তাতে শামিল হন বৃদ্ধ থেকে মহিলা সকলেই। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যদিও পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। উন্মত্ত জনতাকে সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
এর আগে এদিন সকালে ঘাটালের করঙ্গাপোতায় পৌঁছন হিরণ। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তারকা প্রার্থী। বিজেপি প্রার্থী বুথে যাওয়ায় শান্তি বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিকে, বেআইনি জমায়েতের অভিযোগ উঠতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারকা প্রার্থী। পুলিশকে রীতিমতো ধমক দেন তিনি।
এর পর কেশপুরের আনন্দপুরেও পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী। কনভয়ে অতিরিক্ত গাড়ি থাকার অভিযোগ ওঠে হিরণের বিরুদ্ধে। রীতিমতো বচসায় জড়ান তিনি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হন তারকা প্রার্থী। হিরণের নিশানায় স্থানীয় থানার ওসিও। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। বলেন, “কেন্দ্রীয় বাহিনী পিকনিক করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.