অর্ণব দাস, বারাকপুর: ফের ভোট পরবর্তী হিংসায় কেঁপে উঠল ভাটপাড়া। বারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির সামনের মাঠে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির সামনে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রিয়াংকুর বাড়ির পাশের মাঠে বোমাবাজি করা হয়। খবর পেয়ে অর্জুনের কার্যালয়ে ব্যস্ত থাকা প্রিয়াংঙ্কু বাড়িতে আসেন। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ ওই বিজেপি কর্মীর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। প্রিয়াঙ্কুর দাবি, সেই ফুটেজে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী বাইকে এসে এলাকায় বোম মেরে পালাচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
প্রিয়াঙ্কু অভিযোগ তুলেছেন তৃণমূল তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, ” রাতে আমি সাংসদের বাড়িতে কিছু নির্বাচনী কাজ করছিলাম। সেই সময় আমার কাছে খবর আসে বাড়ির পাশে বোমাবাজি করা হচ্ছে। পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে আসি। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে বোমাবাজি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক।” তিনি আরও বলেন, ” এগুলো তৃণমূলের দুষ্কৃতীদের কাজ। এরা ভয় দেখানোর চেষ্টা করছে। তবে এটা ওদের ব্যর্থ চেষ্টা।”
ঘটনার পর সরব হয়েছেন বারাকপুরের বিদায়ী সাংসদ অজুর্ন সিং। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ” আমি তো তৃণমূলকে বলতে পারব না কেন বোমা মারছ। আমি পুলিশকে বলতে পারি। পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। এধরণের কাজকে যদি প্রশাসন প্রশ্রয় দেয় তাহলে ভুল হবে। আমি বিশ্বাস করি প্রশসান চাইলে সব করতে পারে।” এর পরেই তৃণমূলকে এক হাত নিয়ে বলেন, ” তৃণমূলের কোনও নেতা যদি মনে করেন এলাকাকে উত্তপ্ত করবে তাহলে, মূর্খের স্বর্গে বাস করছে। ভূমিকম্প আসছে, অপরাধীরা ধরা পড়বে।”
অন্যদিকে, নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসেও বোমাবাজি হয়। তৃণমূলের অভিযোগ বিরোধী দল বিজেপির দিকে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার বলেন, “ভোটের পরই ওরা ২০১৯ মনে করাতে চাইছে। ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে। আমরা ঘরে ঢোকার লোক নই। আমরা ময়দানে থাকব। পুলিশ এসেছে। সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.