Advertisement
Advertisement

Breaking News

2024 Lok Sabha Election

পঞ্চম দফায় রাজ্যে বাড়ছে বাহিনী, থাকবে ৭৫০ কোম্পানি, জানাল কমিশন

২০ মে রাজ্যের শ্রীরামপুর, হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়া, বারাকপুর, বঁনগা লোকসভা আসনে নির্বাচন হবে।

2024 Lok Sabha Election: 750 companies of central forces will be deployed at state in the fifth phase

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 3, 2024 8:34 pm
  • Updated:May 4, 2024 9:06 am  

সুদীপ রায়চৌধুরী: পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। দেশে পঞ্চম দফার নির্বাচন ২০ মে। রাজ্যের সাতটি আসনে নির্বাচন হবে। সাতটি লোকসভায় থাকবে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।   

২০ মে রাজ্যের শ্রীরামপুর, হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়া, বারাকপুর, বঁনগা আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন (National Election Commission) সূত্রে জানা গিয়েছে, ইন্ট্রা স্টেট মুভমেন্টে ৫৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এই সাতটি লোকসভায় মোতায়েন করা হবে। তার মধ্যে সিআরপিএফ জওয়ান রয়েছে ১৪৩ কোম্পানি। থাকবে ২৮৮ কোম্পানি বিএসএফ। তালিকায় রয়েছে ৩১ কোম্পানি সিআইএসএফ জওয়ানরা। থাকবেন ৫৬ কোম্পানি আইটিবিপি জওয়ানরা। মোতায়েন করা হবে ৫১ কোম্পানি এসএসবি জওয়ান। ব্যবহার করা হবে ১৪ কোম্পানি আরপিএফ ।

Advertisement

[আরও পড়ুন: যমজ ভাইয়ের যমজ ফল, মাধ্যমিকে একই নম্বর পেয়ে ‘ডবল সাফল্য’ সিউড়ির দুই ছাত্রের]

বাকি ১৬৬ কোম্পানি আনা হবে বাইরের রাজ্য থেকে। তার মধ্যে রয়েছে ৩১ কোম্পানি সিআরপিএফ জওয়ান। বিএসএফ জওয়ানরা থাকবে ৪১ কোম্পানি। সিআইএসএফ থাকবে ৫৭ কোম্পানি। আইটিবিপি জওয়ানরা থাকবে ৯ কোম্পানি। ১৬ কোম্পানির এসএসবি জওয়ানরা আসবেন ভিন রাজ্য থেকে। পঞ্চম দফায় ১২ কোম্পানি আরপিএফ জওয়ানরা আসবেন বাইরে থেকে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে তেলেঙ্গানা ভোট মিটে যাওয়ার পর ১৬ তারিখ ১০০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এদিকে তৃতীয় দফার ভোট ৭ তারিখে। সেদিন রাজ্যের ৪ আসনের জন্য ৩৩৪ কোম্পানি থাকবে বলে আগে থেকে জানিয়েছে নির্বাচন কমিশন।

[আরও পড়ুন: যাদবপুরের র‌্যাগিংয়ে মৃত্যু দাদার, পাসের আনন্দ ফিকে ভাইয়ের কাছে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement