Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

ভোটের মুখে বাংলার ৪ জেলাশাসক বদল, আরও ৩ রাজ্যের পুলিশ-প্রশাসনে বিরাট রদবদল

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি বদল করেছিল কমিশন।

2024 Lok Sabha Election: 4 DMs of WB is changed before Lok Sabha election

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:March 21, 2024 11:39 am
  • Updated:March 21, 2024 12:36 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: নির্বাচনের(Lok Sabha Election 2024) নির্ঘন্ট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি বদল করেছে কমিশন। এবার ভোটের মুখে রাজ্যের চার জেলার জেলাশাসক বদল করল জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। তবে শুধু  বাংলা নয়, আরও তিন রাজ্যের পুলিশ সুপার এবং জেলাশাসক বদল করল কমিশন। কোন কোন রাজ্য রয়েছে তালিকায়?

বিজেপিশাসিত গুজরাটের ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে। আপের পাঞ্জাবেরও পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর (গ্রামীণ), মালেরকোটলা জেলার এসএসপি বদল করা হয়েছে। বিজেডিশাসিত ওড়িশার ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]

প্রসঙ্গত, লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন তিনেকের মধ্যেই রাজ্যের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে আসীন রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে রাজ্য়ের শাসকদলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। ভোট ঘোষণার পর তড়িঘড়ি তাঁকে পদ থেকে সরানো হয়। এবার আরও ৪ জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়া হল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

[আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement