Advertisement
Advertisement
South Eastern Railway

দক্ষিণ পূর্ব রেলে ২০২টি লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

খড়গপুর শাখার আন্দুল স্টেশনে কাজের জন্য যাত্রী হয়রানির আশঙ্কা।

202 local trains will be cancelled in South Eastern railways
Published by: Sayani Sen
  • Posted:June 27, 2024 8:18 pm
  • Updated:June 27, 2024 8:18 pm  

সুব্রত বিশ্বাস: দক্ষিণ পূর্ব রেলে সপ্তাহান্তে বাতিল ২০২টি লোকাল ট্রেন। খড়গপুর শাখার আন্দুল স্টেশনে কাজের জন্য ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হচ্ছে অনেকগুলি মেল, এক্সপ্রেস ট্রেনও। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। একগুচ্ছ ট্রেনের সূচিও পাল্টানো হচ্ছে। ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এই কাজ চলবে। ৫ ও ৬ জুলাই সব থেকে বেশি সংখ‌্যক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ওই সময় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাও থাকছে।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে:
১২৮৫৭/ ১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
১২০২১/ ১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
১২৮৮৩/ ১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
১২৮৭১/ ২২৮৬২ হাওড়া-তিতলাগড়/কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস
১৮০০৬ জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস
১৮০০৫ হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস
১৮০১১/ ১৮০১৩ হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
১৮০১২/ ১৮০১৪ চক্রধরপুর/বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস
২২৮০৩ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

Advertisement

[আরও পড়ুন: ‘ইরফানের সঙ্গে বিচ্ছেদের পর ৯ বছর সেক্স করি না!’ ফের বিস্ফোরক পায়েল]

যাত্রাপথ বদল হচ্ছে
১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে
২২৫০৪ ডিব্রুগড়-কন্নিয়াকুমারী এক্সপ্রেস আশরানাপুর-আসলে-নাপ্লা-আসলে-নাপ্লা রুটে চলবে
২২৫০২ নতুন তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে
১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে
১২৫১৬ শিলচর-কোয়ম্বাটোর এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে

ট্রেনের সময় বদল
১৮৬১৮ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
১৮০১৪/ ১৮০১২ বোকারো স্টিল সিটি/চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল
১২২৬২ হাওড়া-সিএসএমটি মুম্বই দুরন্ত এক্সপ্রেস
২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস

ট্রেনের রুট সংক্ষিপ্তকরণ
১৮০৪৪/১৮০৪৩ ভদ্রক-হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস
১৮০০৪/১৮০০৩ আদ্রা-হাওড়া-আদ্রা রানি শিরোমণি এক্সপ্রেস
০৮০০৮/০৮০০৭ ভাঞ্জপুর-শালিমার-ভাঞ্জপুর বিশেষ যাত্রা

[আরও পড়ুন: নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের, পাটনা থেকে ধৃত ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement